শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

চাঁদপুর-ত্রিপুরার লেখক-সাংবাদিক শিল্পীদের মতবিনিময় সভা ও গুণীজন সম্মাননা আজ

চাঁদপুর-ত্রিপুরার লেখক-সাংবাদিক শিল্পীদের মতবিনিময় সভা ও গুণীজন সম্মাননা আজ
অনলাইন ডেস্ক

শিল্প-সাহিত্যের সংগঠন সাহিত্য মঞ্চ এবং দৈনিক আদি বাংলা পত্রিকার যৌথ আয়োজনে চাঁদপুর-ত্রিপুরার লেখক-সাংবাদিক ও শিল্পীদের মতবিনিময় সভা এবং গুণীজন সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজ প্রাঙ্গণে দুই বাংলার লেখক-সাংবাদিক ও শিল্পীদের এ মিলনমেলা অনুষ্ঠিত হবে। এ আয়োজনে বাংলাদেশের একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি সাংবাদিক, চাঁদপুরের কৃতী সন্তান নাজিমউদ্দীন মোস্তানকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হবে। একই সাথে সম্মাননা প্রদান করা হবে ভারতের ত্রিপুরা রাজ্যের স্যন্দন পত্রিকা ও স্যন্দন টিভির ডিরেক্টর অরিন্দম দে, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমিত ভৌমিক এবং বরেণ্য আবৃত্তি শিল্পী শাওলী রায়কে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি এবং চাঁদপুর ও ত্রিপুরার বরেণ্য লেখক-সাংবাদিক ও শিল্পীগণ উপস্থিত থাকবেন।

দুই বাংলার লেখক-সাংবাদিক ও শিল্পীদের এ মিলনমেলায় চাঁদপুরের শিল্প-সাহিত্য ও সংস্কৃতিপ্রেমীদের উপস্থিতি কামনা করেছেন দৈনিক আদি বাংলা পত্রিকার প্রকাশক আরিফ রাসেল, সাহিত্য মঞ্চের সভাপতি মাইনুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক আশিক বিন রহিম ও সাংগঠনিক সম্পাদক নিঝুম খান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়