শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২১ জুলাই ২০২১, ১২:৫৯

ঈদে ঘোরাঘুরির উদ্দেশ্যে বাইরে বের হলেই ব্যবস্থা : পুলিশ সুপার

রাসেল হাসান
ঈদে ঘোরাঘুরির উদ্দেশ্যে বাইরে বের হলেই ব্যবস্থা : পুলিশ সুপার

চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার) জেলাবাসীকে ঘরে থেকে ঈদ উদযাপন করার কথা বলেছেন। তিনি বলেন, সরকার লকডাউন শিথিল করলেও বন্ধ রাখা হয়েছে পর্যটন কেন্দ্রগুলো। তাই চাঁদপুরের সকল পর্যটন কেন্দ্র, বিনোদন স্পট ও ঈদ উপলক্ষে যে সকল স্থানে ভিড় হওয়ার কথা সে সকল স্থানে মোতায়েন থাকবে পুলিশ। বিশেষ করে চাঁদপুর বড় স্টেশনে কোনোভাবেই যেন লোকসমাগম না ঘটে তার জন্য তৎপর থাকবে পুলিশ। ঈদে জরুরি প্রয়োজন ব্যতীত ঘোরাঘুরির উদ্দেশ্যে ঘর থেকে বের হলেই ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক চাঁদপুর কণ্ঠের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে ঈদের দিনের জেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও করোনা ভাইরাস মোকাবেলায় পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার আরও বলেন, প্রতি বছরই একটি সিন্ডিকেট চক্র চামড়া বিক্রি নিয়ে বাণিজ্য করে থাকেন। সরকারের নির্ধারিত দামের বাইরে কম বা বেশি দামে চামড়া বেচা-কেনা হলে এবং এই সংক্রান্ত কোন অভিযোগ পাওয়া গেলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। বাজারে চামড়া বিক্রি করতে যারা যাবেন তাদেরও মানতে হবে যথাযথ স্বাস্থ্যবিধি।

আজ (বুধবার) সকালে পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) চাঁদপুর বাবুরহাট পুলিশ লাইন্স জামে মসজিদে পবিত্র ঈদ-উল আযহার নামাজ আদায় করেন। নামাজ শেষ করেই তিনি জেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে কাজ করে চলছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়