শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২২, ০০:০০

বিশ্বকাপের পর্দা উঠবে ২১ নভেম্বর

বিশ্বকাপের পর্দা উঠবে ২১ নভেম্বর
ক্রীড়াকণ্ঠ প্রতিবেদক ॥

বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শেষ হলো ১ এপ্রিল শুক্রবার দোহায়। জমকালো আয়োজনে নিশ্চিত হওয়া গেল গ্রুপে কে কার সঙ্গে লড়বে। আগামী ২১ নভেম্বর স্বাগতিক কাতার ও ইকুয়েডরের ম্যাচ দিয়ে উঠবে বিশ্বকাপের পর্দা। আপাতদৃষ্টিতে গ্রুপ অব ডেথে কোন্ দল, তা স্পষ্ট করে বলা যাচ্ছে না। কিছুটা হলেও ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া ও ক্যামেরুনের মধ্যে জমজমাট লড়াই হলেও হতে পারে।

গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স তাদের বিশ্বকাপ শুরু করবে ২২ নভেম্বর এএফসি ও কনমেবলের মধ্যকার ম্যাচ জয়ী দলের সঙ্গে। মানে পেরু বনাম অস্ট্রেলিয়া/আমিরাতের ম্যাচ জয়ীর বিপক্ষে। কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার প্রথম ম্যাচ সৌদি আরবের সঙ্গে ২২ নভেম্বর। ব্রাজিল ২৪ নভেম্বর তাদের বিশ্বকাপ শুরু করবে সার্বিয়া ম্যাচ দিয়ে।

২১ নভেম্বর শুরু হওয়া বিশ্বকাপের ফাইনাল ১৮ ডিসেম্বর। গ্রুপের খেলা শেষ হবে ২ ডিসেম্বর। শেষ ষোলোর ম্যাচ ৩, ৪, ৫ ও ৬ ডিসেম্বর। ৯ ও ১০ ডিসেম্বর কোয়ার্টার ফাইনাল। সেমিফাইনাল হবে ১৩ ও ১৪ ডিসেম্বর।

এক নজরে গ্রুপ অনুযায়ী বিশ্বকাপের সূচি :

‘এ’ গ্রুপ : কাতার, ইকুয়েডর, সেনেগাল, নেদারল্যান্ডস। ২১ নভেম্বর-কাতার বনাম ইকুয়েডর, ২১ নভেম্বর- সেনেগাল বনাম নেদারল্যান্ডস, ২৫ নভেম্বর-কাতার বনাম সেনেগাল, ২৫ নভেম্বর-নেদারল্যান্ডস বনাম ইকুয়েডর, ২৯ নভেম্বর-নেদারল্যান্ডস বনাম কাতার, ২৯ নভেম্বর- ইকুয়েডর বনাম সেনেগাল।

‘বি’ গ্রুপ : ইংল্যান্ড, ইরান, যুক্তরাষ্ট্র, ওয়েলস, ইউক্রেন, স্কটল্যান্ড

২১ নভেম্বর-ইংল্যান্ড বনাম ইরান, ২১ নভেম্বর-যুক্তরাষ্ট্র বনাম ওয়েলস, ইউক্রেন, স্কটল্যান্ড, ২৫ নভেম্বর- ইংল্যান্ড বনাম যুক্তরাষ্ট্র, ২৫ নভেম্বর-ওয়েলস/ইউক্রেন/স্কটল্যান্ড বনাম ইরান, ২৯ নভেম্বর- ওয়েলস/ইউক্রেন/স্কটল্যান্ড বনাম ইংল্যান্ড, ২৯ নভেম্বর-ইরান বনাম যুক্তরাষ্ট্র।

‘সি’ গ্রুপ : আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড। ২২ নভেম্বর-আর্জেন্টিনা বনাম সৌদি আরব, ২২ নভেম্বর- মেক্সিকো বনাম পোল্যান্ড, ২৬ নভেম্বর-আর্জেন্টিনা বনাম মেক্সিকো, ২৬ নভেম্বর-পোল্যান্ড বনাম সৌদি আরব, ৩০ নভেম্বর-পোল্যান্ড বনাম আর্জেন্টিনা, ৩০ নভেম্বর-মেক্সিকো বনাম সৌদি আরব।

‘ডি’ গ্রুপ : ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া, পেরু/অস্ট্রেলিয়া/সংযুক্ত আরব আমিরাত। ২২ নভেম্বর-ফ্রান্স বনাম পেরু/অস্ট্রেলিয়া/সংযুক্ত আরব আমিরাত, ২২ নভেম্বর-ডেনমার্ক বনাম তিউনিসিয়া, ২৬ নভেম্বর-ফ্রান্স বনাম ডেনমার্ক, ২৬ নভেম্বর-তিউনিসিয়া বনাম পেরু/অস্ট্রেলিয়া/সংযুক্ত আরব আমিরাত, ৩০ নভেম্বর-তিউনিসিয়া বনাম ফ্রান্স, ৩০ নভেম্বর-পেরু/অস্ট্রেলিয়া/সংযুক্ত আরব আমিরাত বনাম ডেনমার্ক।

‘ই’ গ্রুপ : স্পেন, কোস্টারিকা/নিউ জিল্যান্ড, জার্মানি, জাপান। ২৩ নভেম্বর-স্পেন বনাম কোস্টারিকা/নিউ জিল্যান্ড,২৩ নভেম্বর-জার্মানি বনাম জাপান, ২৭ নভেম্বর-স্পেন বনাম জার্মানি, ২৭ নভেম্বর-জাপান বনাম কোস্টারিকা/নিউ জিল্যান্ড, ১ ডিসেম্বর-জাপান বনাম স্পেন, ১ ডিসেম্বর-কোস্টারিকা/নিউ জিল্যান্ড বনাম জার্মানি।

‘এফ’ গ্রুপ : বেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া। ২৩ নভেম্বর-বেলজিয়াম বনাম কানাডা, ২৩ নভেম্বর- মরক্কো বনাম ক্রোয়েশিয়া, ২৭ নভেম্বর-বেলজিয়াম বনাম মরক্কো, ২৭ নভেম্বর-ক্রোয়েশিয়া বনাম কানাডা, ১ ডিসেম্বর-ক্রোয়েশিয়া বনাম বেলজিয়াম, ১ ডিসেম্বর-কানাডা বনাম মরক্কো।

‘জি’ গ্রুপ : ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড, ক্যামেরুন। ২৪ নভেম্বর-ব্রাজিল বনাম সার্বিয়া, ২৪ নভেম্বর- সুইজারল্যান্ড বনাম ক্যামেরুন, ২৮ নভেম্বর-ব্রাজিল বনাম সুইজারল্যান্ড, ২৮ নভেম্বর-ক্যামেরুন বনাম সার্বিয়া, ২ ডিসেম্বর-ক্যামেরুন বনাম ব্রাজিল, ২ ডিসেম্বর-সার্বিয়া বনাম সুইজারল্যান্ড।

‘এইচ’ গ্রুপ : পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া। ২৪ নভেম্বর-পর্তুগাল বনাম ঘানা, ২৪ নভেম্বর- উরুগুয়ে বনাম দক্ষিণ কোরিয়া, ২৮ নভেম্বর-পর্তুগাল বনাম উরুগুয়ে, ২৮ নভেম্বর-দক্ষিণ কোরিয়া বনাম ঘানা, ২ ডিসেম্বর-দক্ষিণ কোরিয়া বনাম পর্তুগাল, ২ ডিসেম্বর-ঘানা বনাম উরুগুয়ে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়