প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ২১:২২
ধান খেতে ইঁদুর আসতে পারে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে
..........লায়ন হারুনুর রশিদ

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য লাযন মো. হারুনুর রশিদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হলে ৩১ দফার পূর্ণ বাস্তবায়ন হবে। সারা বাংলাদেশের মতো ফরিদগঞ্জেও ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ডের মাধ্যমে লোকজনকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে আসা হবে । ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে আরো বেশি সেবামূলক কার্যক্রম বৃদ্ধি করা হবে। যাতে গ্রামের লোকজন শহরে না এসে গ্রামে তাদের স্বাস্থ্য সেবা নিতে পারে। এজন্যে অবশ্যই সারাদেশের মতো ফরিদগঞ্জের ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে, যা অন্য কিছুতে সম্ভব নয়। আপনারা কে কী বললো সেদিকে না তাকিয়ে, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন। আরেকটি কথা হলো, ধান খেতে ইঁদুর আসতে পারে। ইঁদুর থেকে আপনাদের সাবধান থাকতে হবে। এসব ইঁদুর আমাদের জন্যে কখনোই ভালো কিছু নিয়ে আসে না। তাই ধানের ভালো ফলনের জন্যে ইঁদুরমুক্ত ধানক্ষেত বজায় রাখতে হবে। কারণ ধানের শীষ শহীদ জিয়ার প্রতীক, আমাদের মাতা বেগম খালেদা জিয়ার প্রতীক এবং তারুণ্যের অহংকার বিএনপি'র বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের প্রতীক। ফরিদগঞ্জে আমি ধানের শীষের বাহক হিসেবে আপনাদের পাশে আছি। আর দল ও তারেক রহমানের অসম্মান হয় এমন কিছু কেউ যেনো না করে এই বিষয়ে সতর্ক থাকবেন।
|আরো খবর
শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া, চরভাগল, চরমথুরা, চির্কা, নয়াহাটসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় বক্তব্য
প্রদানকালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট দুলাল মিয়া পাটোয়ারী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, জেলা যুবদলের সদস্য আব্দুল মতিন, ফজলুর রহমানসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








