প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ১৮:১৫
শ্রীনগর ভাগ্যকুল ইউপি চেয়ারম্যানের ভাগ্য খারাপ!
শ্রীনগরে ভাগ্যকুল ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাৎ গ্রেফতার

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাৎ (৫৬) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে শ্রীনগর উপজেলার কামারগাঁও এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে শ্রীনগর থানা পুলিশ।
|আরো খবর
গ্রেফতারকৃত কাজী মনোয়ার হোসেন শাহাদাৎ কামারগাঁও এলাকার মৃত কাজী ফজলুল হকের ছেলে। তিনি বর্তমানে ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।
এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাকিল আহম্মেদ সাংবাদিকদের বলেন, “ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করে মুন্সীগঞ্জ সদর থানায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।”
তবে কাজী মনোয়ার হোসেন শাহাদাতের বিরুদ্ধে কোন মামলায় বা কী কারণে এই গ্রেফতার, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ডিসিকে/এমজেডএইচ