প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৮:২৫
চাঁদপুরে তানযীম উপস্থাপন বিষয়ে মতবিনিময় সভা

চাঁদপুরে তানযীম উপস্থাপন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (৬ ডিসেম্বর ২০২৪) বিকেলে চাঁদপুর শহরের মমিন পাড়াস্থ আফজাল ভিলায় তানযীমুল উম্মাহ মাদ্রাসা চাঁদপুর ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও শিক্ষানুরাগী শাহ মুহাম্মদ ওয়ালিউর রহমান চিশতী। তিনি তাঁর বক্তব্যে তানযীমুল উম্মাহ এদেশে কুরআন ও সুন্নাহভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে। অর্থাৎ আধুনিক বিশ্বের চ্যালেঞ্জের মোকাবিলায় ইসলামকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্যে একদল মানব গোষ্ঠী তৈরির উদ্দেশ্যে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়।
তিনি বলেন, আমরা সারাদেশের মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামীনের রহমতের মাধ্যমে পৌঁছার চেষ্টা করছি। ইতোমধ্যে তানযীমের প্রচুর ছাত্র-ছাত্রী দেশ-বিদেশে পড়াশুনা করছে। আমরা চাঁদপুরবাসীকে আশ্বস্ত করতে চাই, পড়াশোনার জন্যে আপনাদের সন্তানদের আর দূরে কোথাও পাঠাতে হবে না। তানযীমুল উম্মাহ মাদ্রাসার মাধ্যমে এ জেলায় আধুনিক জ্ঞান-বিজ্ঞানে আপনার সন্তানকে পড়াতে সক্ষম হবেন। চাঁদপুরবাসীর সহযোগিতা পেলে যে কোনো প্রত্যাশা পূরণে কাজ করবো ইনশাআল্লাহ।
তানযীমুল উম্মাহ মাদ্রাসা খুলনা শাখার প্রিন্সিপাল অধ্যাপক আরিফ উল্লাহর সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন ইসলামপুর গাছতলা দরবার শরীফের পীর খাজা মো. ওয়ালি উল্লাহ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাছতলা ইশায়াতিল উলুম মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আফছার উদ্দিন মিয়াজী, লয়েল রিয়েল এস্টেট কোম্পানীর চেয়ারম্যান মো. তোফায়েল, চাঁদপুর সরকারি কলেজের সাবেক জিএস আফজাল হোসেন, পুরাণ ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী আবু সুফিয়ান, সাবেক ছাত্রনেতা মাহবুব জমাদার প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহর ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মো. ইমরান হোসাইন এবং সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন শিক্ষার্থী সাকিবুর রহমান জিহাদ।
সভায় চাঁদপুরের বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, ওলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
চাঁদপুরে তানযীম উপস্থাপন বিষয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ওয়ালিউর রহমান চিশতী।