রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ২০:৪১

কুমিল্লায় বিভাগীয় সাংগঠনিক সভায় চাঁদপুর জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের অংশগ্রহণ

কুমিল্লায় বিভাগীয়  সাংগঠনিক সভায় চাঁদপুর জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের অংশগ্রহণ
অনলাইন ডেস্ক

চাঁদপুর জেলা থেকে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সভায় যোগ দিয়েছে চাঁদপুর জেলা বিএনপির সুপার সিক্স সহ পৌর ও উপজেলা বিএনপির সুপার ফাইভ নেতৃবৃন্দ।বৃহস্পতিবার (৫ ডিসেম্বর ২০২৪) বিকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত বিভাগীয় সাংগঠনিক সভায় যোগ দেন তাঁরা।

চাঁদপুর জেলা বিএনপির সুপার সিক্স নেতৃবৃন্দের মধ্যে ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম সলিম উল্লাহ সেলিম, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী ও হাজী মোশারফ হোসেন ।

চাঁদপুর পৌর বিএনপির সুপার ফাইভের নেতৃত্বে ছিলেন সভাপতি আক্তার হোসেন মাঝি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ। সদর উপজেলা বিএনপির সুপার ফাইভের নেতৃত্বে ছিলেন সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন খান। এছাড়া হাইমচর, ফরিদগঞ্জ, শাহারাস্তি, হাজীগঞ্জ, কচুয়া, মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা এবং পৌর কমিটির সুপারফাইভ নেতৃবৃন্দ বিভাগীয় সাংগঠনিক সভায় যোগ দেন।

সমাবেশে যাওয়ার প্রাক্কালে সুপার ফাইভ নেতৃবৃন্দ বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময় শেষে সকালে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেন সুপার সিক্স ও সুপার ফাইভ নেতৃবৃন্দ।

সমাবেশে যোগদানকারী চাঁদপুর জেলা বিএনপির সুপার সিক্সের অন্যতম সংগঠক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম বলেন, ফ্যাসিবাদী সরকারের পতনের পর আমরা মুক্ত হয়েছি। বাংলাদেশ এখন স্বাধীন। আমরা আমাদের কথা বলার অধিকার ফিরে পেয়েছি। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের শক্তিশালী দল।

তিনি জানান, সাংগঠনিক সভায় সাধারণ আলোচনার পাশাপাশি দলীয় শৃঙ্খলা নিয়ে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর ২০২৪) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় সাংগঠনিক সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মো. সেলিম ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মদ মানিক বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়