সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৯ মে ২০২৩, ২৩:০৬

চাঁদপুরে জেলা বিএনপির জনসমাবেশ স্থগিত

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে জেলা বিএনপির জনসমাবেশ স্থগিত

অনিবার্য কারণবশত চাঁদপুর জেলা বিএনপির আজকের জনসমাবেশ স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্লাহ সেলিম। তিনি জানান কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জেলা পর্যায়ে আমাদের জনসমাবেশ ২০ মে শনিবার বিকাল ৩টায় চাঁদপুর হাসান আলি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে হবার কথা ছিল। কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসতে পারবেন না এজন্য আমরা এই প্রোগ্রামটি আগামী ২৬ মেুক্রবার বিকালে করব। ঐদিনের জনসমাবেশ করার জন্য হাসান আলী হাই স্কুল মাঠ ব্যবহারের প্রশাসনিক অনুমতি চাওয়া হবে।

উল্লেখ্য,আজ ২০ মে, শনিবার বিকাল সাড়ে ৩টায় চাঁদপুর শহরের রাজু চত্বর হাজী মহসিন সড়কে অথবা হাসান আলী হাই স্কুল মাঠে জেলা বিএনপি'র আয়োজনে জনসমাবেশের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা বিএনপি এ সমাবেশ আয়োজনও করেছিলো। কিন্তু অনিবার্য কারণবশত দলের পক্ষ থেকে আজকের এই সমাবেশ স্থগিত করা হয়।

এদিকে, একটি সূত্রে জানা যায়, আজ শনিবার চাঁদপুরে একাধিক প্রোগ্রাম এ শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী চাঁদপুরে আসছেন। একই দিনেও বিএনপি'র বড় কর্মসূচি। স্থানীয়ভাবে রাজনৈতিক মাঠে এর বিরূপ প্রতিক্রিয়ার যাতে সৃষ্টি না হয়। এই কারণে রাজনৈতিক দলের একটি পক্ষ তাদের পূর্বঘোষিত কর্মসূচি চাঁদপুরের আইন-শৃঙ্খলা এবং শান্তি বজায় রাখার স্বার্থে জনসমাবেশ স্থগিত করে আরেকদিন করার সিদ্ধান্ত নিয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়