সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৮ মার্চ ২০২৩, ২১:৫১

শাহরাস্তি উপজেলা শ্রমিক দলের একের পর এক কমিটি নিয়ে নেতা-কর্মীরা দিশেহারা

অনলাইন ডেস্ক
শাহরাস্তি উপজেলা শ্রমিক দলের একের পর এক কমিটি নিয়ে নেতা-কর্মীরা দিশেহারা

শাহরাস্তি প্রতিনিধি \ শাহরাস্তি উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের একের পর এক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে নেতা-কর্মীরা দিশেহারা হয়ে পড়েছে। জেলা শ্রমিক দলের সংগঠন বহির্ভূত কর্মকাÐে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির উপজেলার নেতৃবৃন্দ। গত কদিন ধরে এ নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ লক্ষ্য করা গেছে। জানা যায়, গত ৫ মার্চ পৌর কাউন্সিলর সাবেক সভাপতি কাজী আঃ কুদ্দুস রানাকে সভাপতি ও বাচ্চু মিয়াকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ৬১ সদস্য বিশিষ্ট শাহরাস্তি উপজেলা শ্রমিক দলের কমিটি ঘোষণা করে জেলা শ্রমিক দল। কমিটি ঘোষণার পর বিভক্ত শাহরাস্তি উপজেলা বিএনপির একটি অংশের অপপ্রচারের শিকার হয়ে গত ২২ মার্চ নবগঠিত উপজেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এর প্রতিবাদ জানান। গত ২৫ মার্চ ২০ দিনের মাথায় জেলা শ্রমিক দল হঠাৎ করেই শাহরাস্তি উপজেলা শ্রমিক দলের আহŸায়ক কমিটি ঘোষণা করে। এ নিয়ে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জেলা শ্রমিক দলের এমন কর্মকাÐে ক্ষোভ প্রকাশ করেছেন নেতা-কর্মীরা।

এ বিষয়ে চাঁদপুর জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি মোবাইল ফোনে জানান, গত ৫ মার্চ শাহরাস্তি উপজেলা শ্রমিক দলের কমিটি ঘোষণা করা হয়েছে। এরপর কেন্দ্রীয় কমিটির নির্দেশে ২৫ মার্চ আবার কমিটি বাতিল করে আহŸায়ক কমিটি ঘোষণা করা হয়।

উপজেলা শ্রমিক দলের দীর্ঘদিনের সভাপতি পৌর কাউন্সিলর কাজী আঃ কুদ্দুস রানা বলেন, দলীয় মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিঃ মমিনুল হকের সরাসরি হস্তক্ষেপের কারণে ধারাবাহিক কমিটি বাতিল করা হয়েছে। তিনি জানান, কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতির বাড়ি হাজীগঞ্জে হওয়ায় কেন্দ্রীয় শ্রমিক দলের মাধ্যমে আহŸায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। পৃথিবীর কোথাও এমন নজির নেই পুর্ণাঙ্গ কমিটি ঘোষণার ২০ দিনের মধ্যে আহŸায়ক কমিটি ঘোষণা করা। এতে করে দল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। এদিকে পৌর শ্রমিকদলের আহŸায়ক কমিটি ঘোষণা হওয়ার পর ঐ কমিটি থেকে লিখিতভাবে ১৯ জন সদস্য পদত্যাগ করেছেন। নেতা-কর্মীরা দাবি করেন আওয়ামী লীগের দুজন সমর্থক রয়েছে পৌর শ্রমিকদলে। এমনকি পৌর কমিটির সদস্য সচিব কাজী রুবেল মাদক মামলায় জড়িত হয়ে বর্তমানে প্রবাসে রয়েছে।

শাহরাস্তি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী বলেন, কার নির্দেশে কমিটি ঘোষণা করা হয় আমরা কিছ্ইু জানি না। এতে করে সাধারণ নেতা-কর্মীদের মাঝে দ্বিধাবিভক্তি তৈরি হয়েছে। দলের ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে যে কোনো কমিটি করা হলে তা মেনে নেয়া হবে না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়