প্রকাশ : ২৬ মার্চ ২০২৩, ১৫:৩৩
“ চাঁদপুর জেলা প্রশাসনের ২৫ মার্চ গণহত্যা দিবস অলোচনা ”
চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে শনিবার দুপুরে জেলা প্রশাসন, চাঁদপুর কর্তৃক আয়োজিত “২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার
|আরো খবর
মো: মিলন মাহমুদ বিপিএম(বার), জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ সহ জেলা ও উপজেলা পর্যায়ের অংশীজন।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), চাঁদপুর।
আলোচনায় সভায় পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ জানান- ২৫ মার্চ বাঙালির ইতিহাসের নৃশংসতম কালরাত। পাকিস্তানি ঘাতকরা ২৫ মার্চ ভয়াল রাতের প্রথম প্রহরে নির্বিচারে নিরস্ত্র ঘুমন্ত বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়ে। জাতির পিতা ৭ই মার্চ খুব সুকৌশলে স্বাধীনতার ঘোষনা করেছিলেন। ২৫ মার্চ আজকের দিনে পাকবাহিনী বাঙালির একটি প্রজন্মকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য "অপারেশন সার্চ লাইট" নারকীয় পরিকল্পনায় নেমেছিলো। পোড়া মাটি নীতি অনুসরণ করে পাকিস্তানি পাকবাহিনী। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশমাতৃকার তরে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন তৎকালীন পুলিশের বাঙালি সদস্যরা। ২৫ শে মার্চের কালরাতে রাজারবাগ পুলিশ লাইন্সে বাঙালি পুলিশ সদস্যরা থ্রি নট থ্রি রাইফেল দিয়ে আধুনিক সমরাস্ত্র সজ্জিত পাকিস্তানী হানাদারদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। পাকবাহিনীর এ আক্রমণের সংবাদ তাৎক্ষণিকভাবে সারাদেশের জেলা ও সাব ডিভিশনসমুহে পুলিশ বেতার মারফত “Base for all station of east Pakistan police, keep listening, watch, we are already attacked by the pak army. Try to save yourself, over ” বার্তা প্রেরণ করা হয়।
দিবসের আলোচনা শেষে ২৫ মার্চ গণহত্যায় মৃত্যু বরণকারী শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।এসময় রতন কুমার মজুমদার, অধ্যক্ষ, পুরানবাজার ডিগ্রি কলেজ, শাহ আরমান, এনএসআই ডিডি চাঁদপুর'সহ জেলা সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।