বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ১১ মার্চ ২০২৩, ২০:৪৮

শাহরাস্তিতে শিক্ষক সমাবেশ

নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হব-মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম

মোঃ মঈনুল ইসলাম কাজল
নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হব-মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম

শাহরাস্তি উপজেলা শিক্ষকবৃন্দের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে শনিবার ১১ মার্চ বিকেল শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর-৫ আসন (হাজিগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। এসময় তিনি বক্তব্যে বলেন, গতানুগতিক শিক্ষার বাহিরে এসে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। ছাত্র ছাত্রীরা একজন শিক্ষককে পিতা হিসেবে দেখে, আপনারাও তাদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। মাননীয়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতি বছর ৪৩ কোটি বই দিচ্ছেন। শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য খাতের প্রতিও দৃষ্টি রাখতে হচ্ছে। আপনাদের দাবি গুলো মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ূন রশিদের সভাপতিত্বে ও মেহের ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত সচিব খোদেজা আক্তার খানম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃ জামাল নাছের। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা মহিলা কলেজের অধ্যক্ষ হাসনাত আনোয়ার উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালি, পৌরসভা মেয়র হাজী আব্দুল লতিফ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিষ্ট্রার মোহাম্মদ হোসেন। এছাড়া অন্যন্যার মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইলিয়াস মিন্টু, উপজেলা কলেজ শিক্ষক সমিতির উপদেষ্টা অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির ভুঁইয়া, মাদ্রাসা শিক্ষক সমিতি নেতা মাওঃ দেলোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষক সমিতি সেক্রেটারী। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়েল শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়