রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৯ মার্চ ২০২৩, ২০:৪৮

কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদককে গ্রেফতারের প্রতিবাদে নারায়ণপুর ইউনিয়ন যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মুহাম্মদ আরিফ বিল্লাহ
কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদককে গ্রেফতারের প্রতিবাদে নারায়ণপুর ইউনিয়ন যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নাকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে মতলব দক্ষিণ উপজেলার ৪নং নারায়ণপুর ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (০৯ মার্চ) যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না ও সাবেক সহ-সভাপতি এসএম জাহাঙ্গীরকে গ্রেফতারের প্রতিবাদে ইউনিয়নের রসুলপুর এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি রসুলপুর মুন্সী কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে নারায়ণপুর-জোড়পুল সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মুন্সী কমপ্লেক্সের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে নারায়ণপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. সুমন বকাউলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরন। ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম বাবুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মুন্সি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, শহীদ মিয়াজী, মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সভাপতি মিরাজ মাহমুদ জিসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান মিয়াজী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, গ্রেফতার করে, নির্যাতন করে তাদের চলমান আন্দোলন বন্ধ করা যাবে না। যেখানে যুবদলের প্রত্যেক নেতাকর্মী রাজপথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। সেখানে একজন মোনায়েম মুন্নাকে গ্রেফতার করে তাদের মনোবল দুর্বল করা যাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মতলব উত্তর-দক্ষিণের বিএনপির কান্ডারী এবং কেন্দ্রীয় বিএনপির সদস্য ড. জালাল উদ্দিনের নেতৃত্বে আন্দোলনকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্য তারা সবাই জীবন দিতে প্রস্তুত আছেন।

মিছিলে যুবদল নেতা সুমন প্রধান, রবিউল প্রধান, ছানাউল্লাহ, ইউসুফ মুন্সিসহ দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়