সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৩

চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে

'দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নেয়ার অঙ্গিকার

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে

চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের গৌরবময় ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে ২৭ ফেব্রুয়ারি সোমবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। বিকেল ৩টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।

পরে 'নারী-পুরুষ ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ চলো গড়ি' এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী। চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপিকা মাসুদা নূর খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল।

বক্তারা বলেন, ১৯৬৯ সালে ২৭ ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় মহিলা আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া প্রিয় সংগঠন আওয়ামী লীগ এবং তারই প্রিয় অংগ সংগঠন মহিলা আওয়ামীলীগ। আজকে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীরা সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।

বক্তারা আরো বলেন, ‌চাঁদপুর জেলা আওয়ামী লীগের মত, জেলা মহিলা আওয়ামী লীগও অনেক বেশি শক্তিশালী। তাদের সাংগঠনিক দক্ষতায় দল এবং মানুষ উপকৃত হচ্ছে। তাদের এ কার্যক্রম আরো এগিয়ে নিতে হবে। দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ আফরোজা খাতুন মেরির সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, চাঁদপুর সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শাহিদা বেগম, চাঁদপুর পৌর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শিপ্রা দাস, সাধারণ সম্পাদিকা খালেদা রহমান, মতলব দক্ষিণ মহিলা লীগের সভানেত্রী আসমা আক্তার আখি, মতলব উত্তর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী পারভীন শরীফ, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য লাভলী, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের তাসলিমা আক্তার আঁখি, হাজীগঞ্জ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফেরদৌসী আক্তার, হাইমচর মহিলা লীগ সভানেত্রী লায়লা আঞ্জুমান আরা প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা পরিষদ সদস্য আয়েশা রহমান লিলি এবয় গীতা পাঠ করেন জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মৃদুলা সাহা।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, চাঁদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝিসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও মহিলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মহিলা নেতৃবৃন্দের সাথে নিয়ে কেক কেটে মহিলা আওয়ামী লীগের গৌরবময় ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়