প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ২০:০৯
চাঁদপুর জেলা বিএনপির বিশাল পদযাত্রা কর্মসূচি
বিএনপির কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান খান রিপন বলেছেন, এই সরকারের অধিনে কোন সুষ্ঠ নির্বাচন হতে পারে না। এই সরকার জনগণের পবিত্র আমানত ধ্বংস করেছে।এদের কি জনগণ ভোট দিয়েছে? এই সরকার হলো হারাম সরকার। এই সরকারকে জনগণ কোন ম্যান্ডেট দেয়নি। কাজেই এই সরকার যে সুযোগ সুবিধা নেয় সেটা হালাল না হারাম।তারা ব্যাংক গুলোকে লুট করেছে।
তিনি ২৫ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১ টায় চাঁদপুর শহরের চিত্রলেখা মোড় হাজী মহসিন সড়কে জেলা বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিমের সঞ্চালনায় পদযাত্রার এ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ,নির্বাহী কমিটির সদস্য এম এ হান্নান।
ড. রিপন আরো বলেন, আমারা চাই দেশে একটা অবাধ সুষ্ঠ নির্বাচন হোক। যেখানে জনগণের সরকার থাকবে।মানুষের আমানত নষ্ট হবে না।
তিনি বলেন,আমাদের নেত্রীকে অন্যায় ভাবে মিথ্যা মামলায় সাজা দিয়েছে।সরকারের কোন মন্ত্রী বলে খালেদা জিয়া রাজনীতি করতে পারবে আবার কোন মন্ত্রী বলে রাজনীতি করতে পারবে না। এটিই প্রমান করে সরকারের মধ্যে কোন সমন্বয় নেই।আজকে বই পত্রে যেভাবে পরিবর্তন আনা হয়েছে।সরকারের উচিত এই ভূল স্বীকার করে পদত্যাগ করা।কিন্তু তাদেরতো কোন লজ্জা শরম নেই। এই সরকারের পদত্যাগ চাই।
সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন,জনগণের মৌলিক দাবি নিয়ে নেতাকর্মীরা রাজপথে রয়েছে। খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তি ও নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠায় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
জেলা বিএনপি, চাঁদপুর সদর পৌর মতলব উত্তর মতলব দক্ষিণ কচুয়া শাহরাস্তি হাইমচর উপজেলা বিএনপি নেতৃবৃন্দসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।
এর আগে দলীয় নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হয়। পরে চিত্রলেখা মোড় থেকে পদযাত্রা শুরু হয় এবং হাজী মহসিন রোড,ছায়াবানী রেলক্রসিং নতুন বাজার সড়ক হয়ে জেএম সেনগুপ্ত সড়কস্থ জেলা বিএনপি'র কার্যালয় সামনে গিয়ে শেষ হয়। কেন্দ্রঘোষিত বিএনপি'র এই পদযাত্রা কর্মসূচি ছিল।
গ্যাস-বিদ্যুৎ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা এবং বিএনপি'র ১০ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর জেলা বিএনপি'র উদ্যোগে এই বিশাল পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়।