প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৩৪
মতলবে নারায়ণপুর ইউনিয়ন যুবদলের ১৭ নেতার পদত্যাগ
মতলব দক্ষিণ উপজেলার ৪নং নারায়ণপুর ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটির একাংশ পদত্যাগ করছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় নারায়ণপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ৭জন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহ মোট ১৭ জন ৪নং ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করেন। পদত্যাগকারীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ৪নং নারায়ণপুর ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটির পদত্যাগকারী সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. লুৎফর রহমান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, মতলব দক্ষিণ উপজেলার ৪নং নারায়ণপুর ইউনিয়নের যুবদলের নিবেদিত প্রাণ ত্যাগী নেতাদের বাদ দিয়ে স্বেচ্ছাচারিতা ও আত্মীয়করণের মাধ্যমে সুপরিকল্পিতভাবে পকেট কমিটি ঘোষণা করা হয়।
ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে কমিটি ঘোষণার পরের দিন চাঁদপুর জেলা যুবদলের দপ্তর থেকে প্রেসবিজ্ঞপ্তিতে উক্ত কমিটি স্থগিত করা হয়।
এখন আমরা জানতে পারি উপজেলা যুবদল জেলা যুবদলের সঙ্গে সমন্বয় না করে উক্ত সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়। কিন্তু কোন কাগজের মাধ্যমে না মৌখিক ভাবে তাদের কার্যাক্রম চালানোর সিদ্ধান্ত নেয়। তাই আমরা এই কমিটি থেকে পদত্যাগের ঘোষণা করছি।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. লুৎফর রহমান, মো. কাদির প্রধান, মো. মামুন প্রধান, মোহাম্মদুল্লাহ, সবুজ প্রধান, নবীর হাজী, সদস্য মো. ইকবাল প্রধান, মো. হুমায়ুন মুক্তার, মো. শাহজাহান, মো. খলিলুর রহমান, মো. মুক্তার সরকার, মো. মনির পাটোয়ারী, মো. ফয়সাল, আলাউদ্দিন, মো. রাশেদ ও মো. শামীম।
উল্লেখ্য, গত ৮ আগস্ট ২০২২ইং তারিখে মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাইদুল ইসলাম কিরণ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহিরের স্বাক্ষরে ৪নং নারায়ণপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
ছবির ক্যাপশনঃ মতলব নারায়ণপুর ইউনিয়ন যুবদলের পদত্যাগকারী একাংশে পক্ষে লিখিত বক্তব্য রাখছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. লুৎফর রহমান।