সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৪৭

দ্বাদশগ্রাম ইউনিয়নে নৌকা পেলেন খোরশেদ বকাউল

কামরুজ্জামান টুটুল
দ্বাদশগ্রাম ইউনিয়নে নৌকা পেলেন খোরশেদ বকাউল

হাজীগঞ্জের দ্বাদশগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রার্থী হিসাবে নৌকা প্রতীকের মনোনয়ন পেলেন বর্তমান চেয়ারম্যান মো. খোরশেদ আলম বকাউল। বুধবার (১৫ ফেব্রæয়ারী) বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়্ স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানা গেছে।  একই সাথে চাঁদপুর কন্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন।

আসছে ১৬ মার্চ দ্বাদশগ্রাম ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২৩ জানুয়ারী তফসিল ঘোষণার পর থেকেই আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও স্বতন্ত্র প্রার্থীরা গণসংযোগ ও ভোটারদের সাথে কুশল বিনিময় শুরু করেছেন। নৌকা প্রতীকের মনোনয়নপ্রাপ্ত খোরশেদ আলম বকাউল ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে বর্তমানে দায়িত্ব পালন করছেন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্বরত আছেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ ফেব্রæয়ারি, মনোনয়ন বাছাই ২০ ফেব্রæয়ারি, আপিল দায়েরের শেষ তারিখ ২৩ ফেব্রæয়ারি, আপিল নিষ্পত্তি ২৬ ফেব্রæয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রæয়ারি, প্রতীক বরাদ্দ ২৮ ফেব্রæয়ারি এবং ১৬ মার্চ সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।  

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালের ১৫ মে দ্বাদশগ্রাম ইউনিয়ন পরিষদে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ৩৮৩০ ভোট পেয়ে ইউনিয়নের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন, আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী মো. খোরশেদ আলম বকাউল। তার সাথে প্রতিদ্ব›দ্বীতা করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী আনোয়ারুল ইসলাম বাবুল। তিনি পেয়েছিলেন ১৭৩৬ ভোট।

যদিও অনিয়মের অভিযোগ এনে নির্বাচনে নিজ প্রার্থীতা প্রত্যাহার করে নেন বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম বাবুল। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসাবে বীরমুক্তিযোদ্ধা আব্দুর রব মিয়া (খোকন) বিএসসি আনারস প্রতীকে পেয়েছিলেন ১৫৫৫ ভোট ও ফারুক তালুকদার ঘোড়া প্রতীকে পেয়েছিলেন ৩৮১ ভোট।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়