প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০৪
চাঁদপুর থেকে যাবে নেতাকর্মী
১০ দফা দাবিতে বিএনপি কুমিল্লা বিভাগীয় সমাবেশ আগামিকাল

১০ দফা দাবিতে সারাদেশের সবগুলো বিভাগের ন্যায় আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) কুমিল্লায় বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। সমাবেশে ব্যাপক লোকসমাগমের জন্য চলছে ব্যাপক প্রচার-প্রচারণা ও গণসংযোগ। এ সমাবেশ সফল করার লক্ষে চাঁদপুর থেকেও দলে দলে যোগদান করবেন জেলা উপজেলা বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী। ইতিমধ্যে চাঁদপুর জেলা বিএনপি'র আয়োজনে প্রস্তুতি সভা করা হয়।
আজ শনিবার সকাল থেকে চাঁদপুর জেলা বিএনপি এবং বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীবৃন্দ পৃথক পৃথকভাবে কুমিল্লার সমাবেশের উদ্দেশ্যে রওনা হবেন।
বিএনপির চাঁদপুর জেলার নেতৃত্ব দিবেন জেলা সভাপতি ও কেন্দ্রীয় নেতা শেখ ফরিদ আহমেদ মানিক। উপজেলা পর্যায়ে নেতৃত্ব দিবেন বিএনপির এমপি প্রার্থীগণ। দলীয় সূত্রে এ তথ্য জানা যায়।
কুমিল্লা বিভাগীয় সমাবেশে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মনিরুল হক চৌধুরী, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন উপস্থিত থাকবেন।
উল্লেখ্য,নেতাকর্মীদের মুক্তি দাবি এবং বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানোসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ৪ ফেব্রুয়ারি দেশব্যাপী বিভাগীয় সদরে সমাবেশের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।