রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩, ০০:০০

গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে বিএনপির বিক্ষোভ

বাংলার জনগণ শেখ হাসিনার সাথে নেই

---------অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম

বাংলার জনগণ শেখ হাসিনার সাথে নেই
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরে ১০ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। ২৫ জানুয়ারিকে দলটি গণতন্ত্র হত্যা দিবস উল্লেখ করে তা পুনরুদ্ধারে ১০ দফা বাস্তবায়নের দাবি জানায় নেতা-কর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেল ৪টায় হাজী মহসিন রোডস্থ চিত্রলেখা মোড় এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম।

জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুনীর চৌধুরীর পরিচালনায় বিএনপি নেতা মাহবুব আনোয়ার বাবলু, জসিম উদ্দিন খান বাবুল, ব্যারিস্টার জহির উদ্দিন বাবরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সেলিমুছ সালাম, জেলা বিএনপি নেতা হাজী মোশাররফ হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সরোয়ার গাজী, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন শিশু, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক এইচএম ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ প্রমুখ।

সমাবেশে অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম বলেন, পাকিস্তানিরা খারাপ ছিলো। শেখ মুজিবুর রহমান ক্ষমতায় বসার পর তৎকালীন আওয়ামী লীগ আরো খারাপ ছিলো। তারচেয়ে বেশি খারাপ শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে এবং দশ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিএনপিসহ সকল রাজনৈতিক দলের এখন একটাই দাবি, শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন। এই দাবি নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে আজ সারাদেশ উত্তাল হয়ে উঠেছে। আন্দোলনের ঢেউয়ে শেখ হাসিনা সরকার কোণঠাসা হয়ে পড়েছে।

তিনি বলেন, হিন্দুস্তানের সহযোগিতায় শেখ হাসিনা দেশের জনগণকে দাবিয়ে রাখতে চায়। বাংলার জনগণ শেখ হাসিনার সাথে নেই। দেশের মানুষ বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ।

সমাবেশে অন্যান্য বক্তারা বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, সরকারের দুর্নীতি, লুটপাট, বিরোধী দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা, মামলা, অত্যাচার, নির্যাতন, গুম, খুন বন্ধ এবং কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেয়ার জোর দাবি জানান।

এদিন সমাবেশ সফল করতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেখানে জড়ো হয়। এ সময় তাদের মুখে ছিলো খালেদা জিয়ার মুক্তি ও সরকারবিরোধী শ্লোগান। সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক থাকতে দেখা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়