রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৩, ০০:০০

চাঁদপুর পৌর ছাত্রলীগের কর্মী সভায় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

ছাত্রলীগই হবে স্মার্ট বাংলাদেশ তৈরীর কারিগর

ছাত্রলীগই হবে স্মার্ট বাংলাদেশ তৈরীর কারিগর
গোলাম মোস্তফা ॥

চাঁদপুর-৩ আসনের পর পর তিনবারের নির্বাচিত সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, ছাত্রলীগই হবে স্মার্ট বাংলাদেশ তৈরির কারিগর। দেশের আন্দোলন, সংগ্রাম ও নির্বাচন কোনো কিছুই ছাত্রলীগ ছাড়া হয় না। যে কোনো সঙ্কটে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। দেশের সবুজায়নের ক্ষেত্রে ছাত্রলীগের বড় অবদান রয়েছে। করোনাকালীন সময় থেকে সকল সংকট ও জাতির দুঃসময়ে ছাত্রলীগের ভূমিকা ছিলো অপরিসীম এবং প্রশংসনীয়। ছাত্রলীগকে নিয়ে আমি গর্ব অনুভব করি। আমার ছাত্রলীগ কোনো অপকর্মে জড়িত নয়। আমি ছাত্রলীগের পরিবারের সদস্য। তিনি ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, শুধু ছাত্রলীগ করলে আর রাজনীতি করলে হবে না, এই ছাত্রলীগের মধ্য থেকে নির্বাচিত হবে আগামীর বাংলাদেশের নেতৃত্ব। তাই নিজেদের মেধাবী ও যোগ্য গড়ে তুলতে পড়াশোনা করার তাগিদ দিয়ে ছাত্রলীগকে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শপথ গ্রহণ করার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চাঁদপুর পৌর ছাত্রলীগের আয়োজনে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যে মানুষ অন্যের কষ্টে নিজের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, সে মানুষ স্মার্ট মানুষ। যে মানুষ নিজের মতামতকে যেমন গুরুত্ব দেয়, তেমনি অন্যের মতামতকেও গুরুত্ব দেয়। এবার সে মতের সাথে আমি একমত নাও হতে পারি। কিন্তু তার মত প্রকাশের স্বাধীনতায় আমি বিশ্বাসী এবং তার মতামতের প্রতি সহিষ্ণুতা দেখাই। তিনি হলেন স্মার্ট। যিনি মানবিকতায় বিশ্বাস করে, অন্যের সাথে কাজ করে দেশ গড়বার স্বপ্ন দেখে তিনি স্মার্ট মানুষ। যে মানুষ বিজ্ঞান প্রযুক্তিতে বিশ্বাস করে, এই বিশ্বাসের জন্য এবং আগামীর অনাগত বিশ্বের জন্য নিজেকে তৈরী করে সে মানুষ স্মার্ট মানুষ।

দীপু মনি বলেন, শুধুমাত্র যন্ত্রের ব্যবহার নয়, যন্ত্রের মধ্যে যত প্রযুক্তি আছে তাকে ব্যবহার করে কীভাবে আমার জীবন, পরিবারের, সমাজের, দেশের সকলের জীবন আরো উন্নত করতে পারি এবং নতুন কিছু উদ্ভাবন করতে পারি এসব বিষয়ে যিনি চিন্তা করেন তিনি স্মার্ট মানুষ।

মন্ত্রী বলেন, যিনি ধর্মের ভিন্নতার কারণে অন্যের ওপর অন্যায় এবং নির্যাতন করে না, নিজের ধর্ম পালনে যেমন সত্য নিষ্ঠ থাকে, অন্যের ধর্ম পালনে যিনি শ্রদ্ধা করে তিনি স্মার্ট। কাজেই আমরা সৎ, সহমর্মী, পরমতসহিষ্ণু, বিজ্ঞানে প্রযুক্তিতে দক্ষ, মানবিক, অসম্প্রদায়িক মানুষ চাই। আমরা গণতন্ত্রের চেতনায় উদ্বুদ্ধ সোনার মানুষ চাই। এসব গুণ যাদের মধ্যে আছে তারাই হচ্ছে স্মার্ট মানুষ। সে মানুষ তৈরি করবে কারা? এই ছাত্রলীগ পারবে সে সব মানুষ গড়তে। কারণ, এই ছাত্রলীগ শেখ হাসিনাকে তাদের নেত্রী মানে। অতএব নেত্রী যে নির্দেশনা দিয়েছে, ছাত্রলীগ সে নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করবে। তাহলে এই ছাত্রলীগই হবে স্মার্ট বাংলাদেশ তৈরি করার স্মাার্ট কারিগর।

চাঁদপুর পৌর ছাত্রলীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার কাউন্সিলর মুহাম্মদ সোহেল রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটোয়ারীর পরিচালনায় কর্মী সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি ও বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান।

চাঁদপুর পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিনের সঞ্চালনায় পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, শেখ মোহাম্মদ মোতালেবসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে শত শত ছাত্রলীগ নেতা-কর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে শ্লোগানে শ্লোগানে রাজপথে মিছিলসহ সুশৃঙ্খলভাবে কর্মীসভায় অংশ নেন। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীসহ জেলা, সদর ও পৌরসভার সাবেক এবং বর্তমান ছাত্রলীগ নেতারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়