সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৩, ২২:২২

কুমিল্লায় গণঅবস্থান কর্মসূচিতে চাঁদপুর জেলা বিএনপি

অনলাইন ডেস্ক
কুমিল্লায় গণঅবস্থান কর্মসূচিতে চাঁদপুর জেলা বিএনপি

বিএনপির গণ-অবস্থান কর্মসূচিতে যোগ দিতে চাঁদপুর জেলা বিএনপির শত শত নেতাকর্মী কুমিল্লার ঐতিহাসিক টাউন হল মাঠে জড়ো হয়েছেন। ব্যানার ফেস্টুন হাতে আর স্লোগানে মুখরিত কুমিল্লা টাউন হল মাঠ।

বিএনপি  বুধবার ঢাকাসহ ১০টি বিভাগীয় শহরে (সাংগঠনিক বিভাগ) গণ-অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচি সফল করার লক্ষে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিমের নেতৃত্বে নেতাকর্মীরা কুমিল্লার রাজপথে মিছিল করে গণ অবস্থানস্থলে উপস্থিত হয়।

সকাল সাড়ে ১১টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সাংগঠনিক বিভাগ কুমিল্লায় কর্মসূচি শুরু হয়। টাউন হল মাঠের পূর্ব-উত্তর কোণে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মঞ্চে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ আসন গ্রহণ করেন। আর মাঠ জুড়ে চেয়ার বসার পাশাপাশি দাঁড়িয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেন হাজার হাজার নেতাকর্মী।

বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিএনপির নেতৃত্বে বিভিন্ন দল ও জোট গত ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলন শুরু করেছে। গণ-অবস্থান তাদের দ্বিতীয় যুগপৎ কর্মসূচি।

গণ অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি'র ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু।

বিএনপি'র কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি'র আহবায়ক আমিন উর রশিদ ইয়াসিনের সভাপতিত্বে গণ অবস্থান কর্মসূচিতে চাঁদপুর জেলার নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়