প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২২, ২১:৩৫
দীপু আপা স্লোগানে মুখরিত চাঁদপুরের রাজপথ
শিক্ষামন্ত্রী ও চাঁদপুর ৩ আসনের সফল সংসদ সদস্য ডাঃ দীপু মনিকে বাংলাদেশ আওয়ামী লীগের ২২ তম জাতীয় সম্মেলনে পঞ্চম বারের মতো যুগ্ম সাধারণ সম্পাদক এবং সংসদীয়
|আরো খবর
ও স্থানীয় সরকার মানোনয়ন বোর্ডের সদস্য মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে চাঁদপুরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ র্যালী ও মিছিল করেছে চাঁদপুর সদর আসনের সর্বস্তরের জনগণ।
তারিখ ২৯ ডিসেম্বর, ২০২২, বিকাল সাড়ে ৩টায় চাঁদপুর জেলা আওয়ামীলীগ কার্যালয় হতে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলে দলীয় নেতাকর্মী ছাড়াও চিকিৎসক, আইনজীবী,শিক্ষক,জনপ্রতিনিধি,সাংবাদিক,কবি সাহিত্যিক,সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণিপেশার হাজার হাজার মানুষ অংশ নেন। এ সময় জয় বাংলা,জয় বঙ্গবন্ধু ও 'দীপু আপা' শ্লোগানে মুখরিত হয়ে উঠে চাঁদপুর শহর এলাকা।
চাঁদপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলি এরশ্বাদ মিয়াজীর পরিচালনায় মিছিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, বিএমএ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মাহমুদুন্নবী মাসুম,পৌর আওয়ামীলীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা শিক্ষক সমিতির সভাপতি আব্বাস উদ্দিন।
মিছিলে উপস্থিত ছিলেন , চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবকল্যান বিষয়ক সম্পাদক মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, উপ দপ্তর সম্পাদক অ্যাড. রঞ্জিত রায় চৌধুরী,আওয়ামীলীগ নেতা অজয় কুমার ভৌমিক, মহিলা বিষয়ক সম্পাদিকা অধ্যাপিকা মাসুদা নূর খান, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, যুগ্ম পরিচালক প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্যানেল মেয়র অ্যাড. হেলাল হোসাইন, জেলা যুব মহিলা লীগের সভাপতি প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, জেলা ছাত্র লীগের সভাপতি জহির উদ্দিন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ ডাক্তার, শিক্ষক,সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।এর আগে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে সামনে জড়ো হয়।