রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২২, ২১:৪২

পৌর আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি

নৌকা প্রতীককে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

গোলাম মোস্তফা
নৌকা প্রতীককে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর পৌর আওয়ামী লীগের আয়োজনে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৬ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের তিনবারের নির্বাচিত সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। এ সময় তিনি বলেন, স্বাধীনতার বিরোধিতাকারী অপশক্তি সবসময় সক্রিয় রয়েছে। এ সকল অপশক্তির বিরুদ্ধে আমাদের সকল সময়ে প্রতি মুহূর্তে সজাগ ও সচেতন থাকতে হবে। তিনি আরো বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে ঐ অপশক্তি কাজ করে চলছে। এই ফায়দা হাসিলের কোনো সুযোগ নেই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনৈতিক কর্মীরা বেঁচে থাকতে এদেশে কোনো অপশক্তির কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না। এদের সকল ষড়যন্ত্রের সমুচিত জবাব দেয়া হবে। তিনি বলেন, আওয়ামী লীগের জন্ম হয়েছে এদেশের মাটি ও মানুষের স্বার্থের জন্যে। আওয়ামী লীগের নেতৃত্বে এদেশের জনগণ পেয়েছে স্বাধীনতা। এ দেশের জনগণের প্রধান চাহিদা স্বাধীন রাষ্ট্র, দেশের মানুষ পেয়েছে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশকে স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছিলেন। সেই মুহূর্তে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে ঐ অপশক্তি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারবর্গকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মম হত্যার মধ্য দিয়ে দেশকে পাকিস্তানি রাষ্ট্র বানাতে চেয়েছিলেন। সেটি এদেশের জনগণ সফল হতে দেয়নি। আজকে দেশ যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে। তখন ঐ অপশক্তি আবারো ঘৃণ্য ষড়যন্ত্র শুরু করছে। তাই এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা প্রতীককে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের সকলকে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রইলো।

চাঁদপুর পৌর আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি রাধা গোবিন্দ গোপের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল ও পৌর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এমরান হোসেন সেলিমের পরিচালনায় বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ মোঃ ইউসুফ গাজী।

এ সময় প্রধান বক্তার বক্তব্যে বলেন, স্বাধীনতা ও দেশকে বাঁচাতে হলে আপনাদের সকলকে দায়িত্ব নিতে হবে। ভোটের অধিকারের জন্যে রক্ত ও জীবন দিয়ে আন্দোলন করেছে আওয়ামী লীগ। যার মার প্রতি দরদ নেই, তার দরদ কী আপনাদের জন্যে। বাংলাদেশের দাউদ ইব্রাহিম হচ্ছে তারেক জিয়া। সরকার পরিবর্তনের জন্য একটাই পথ তা হচ্ছে নির্বাচন। বিএনপির বন্ধুরা আন্দোলন করেন স্বাগত জানাই। কিন্তু আন্দোলনের নামে সন্ত্রাস, জঙ্গিবাদ কায়েম করবেন, আমরা আবারো জীবন দিয়ে হলেও এ দেশকে রক্ষা করবো।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, উপ-দপ্তর সম্পাদক অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক মাসুদা নূর খান, চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, চাঁদপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ আলী মাঝি, জেলা যুবমহিলা লীগের সভাপতি ও কাউন্সিলর ফরিদা ইলিয়াছ।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, পৌর আওয়ামী লীগ নেতা অ্যাডঃ সাইফুদ্দিন বাবু, সঞ্জিত পোদ্দার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোহাম্মদ মোতালেব, বর্তমান সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান, পৌর ছাত্রলীগের সভাপতি কাউন্সিলর মোহাম্মদ সোহেল রানা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ পৌর আওয়ামী লীগের ১৫টি ওয়ার্ডের সভাপতি/সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়