রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২২, ২১:২২

শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ

নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান কামরুজ্জামান মিন্টুর

মোঃ মঈনুল ইসলাম কাজল
নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান কামরুজ্জামান মিন্টুর

শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি মোঃ কামরুজ্জামান মিন্টু ফুল দিয়ে বরণ করে নিলেন নবনির্বাচিত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের। ১৫ ডিসেম্বর দুপুরে একটি রেস্টুরেন্টের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মেহের ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ আউয়াল মজুমদার। সভার শুরুতে উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি মোঃ কামরুজ্জামান মিন্টু একে একে ১০ টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের ফুল দিয়ে বরণ করে নেয়। এরপর তিনি সকল নেতৃবৃন্দের উদ্যেশে বলেন, আমাদের মধ্যে বিরোধ থাকতে পারে কিন্তু নৌকার জন্য কোন আপস নয়। আগামী নির্বাচনে যেই আসুক আমরা নৌকার পক্ষে থাকবো। উন্নয়ন কর্মকান্ডে আপনারা যে ভাবেই সম্পৃক্ত থাকেন কোন সমস্যা নেই, কিন্তু শেখ হাসিনা নৌকা ও আওয়ামীলীগের পক্ষে আমরা একমত। আগামী সংসদ নির্বাচন সম্পর্কে তিনি বলেন, যারা নৌকা নিয়ে আসবে আমরা তার পক্ষে নৌকা বিজয়ের জন্য কাজ করবো। আমরা শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগ ঐক্যবদ্ধ থাকবো। তিনি নির্বাচনের মাধ্যমে ইউনিয়ন কমিটির সভাপতি সম্পাদক নির্বাচিত হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান। এসময় তিনি জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের নেতা খিজির হায়দার, ইঞ্জিনিয়ার মামুন আলম, রেজাউল করিম মিন্টু, ইউপি চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, আঃ রাজ্জাক, জহিরুল ইসলাম মানিক, মাহতাব উদ্দিন হেলাল, উপজেলা আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর মোঃ আদেল, বিল্লাল হোসেন তুষার, চৌধুরী মোস্তফা কামাল, খোকন সরকার, সফিউল আলম স্বপন, পলাশ মজুমদার প্রমূখ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মধ্যান্য ভোজে মিলিত হন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়