রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২২, ১৭:৫৯

হাজীগঞ্জ ডিগ্রি কলেজে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জ ডিগ্রি কলেজে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

হাজীগঞ্জ ডিগ্রী কলেজে শহীদ বুদ্ধি দিবস পালন করা হয়েছে। বুধবার দুপুরে কলেজের ছাত্র শিক্ষক মিলনায়তনে অনুৃষ্ঠিত সভায় সভাপ্রধানে দায়িত্ব পালন করেন, কলেজ অধ্যক্ষ মো: মাসুদ আহাম্মদ।

সভাপ্রধান তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালের এই দিনে পাক-হানাদার বাহিনীর দোসর এ দেশীয় তাদের এজেন্টরা বাঙালিদেরকে মেধা শুন্য করার জন্য এদেশের দেশ বরেণ্য বুদ্ধিজীবীদ শিক্ষক, সাংবাদিক, লেখক, সাহিত্যিকসহ আরো অন্যান্য শুণিজন কে তালিকা করে হত্যা করে। কিন্তু বাঙালিদেরকে তারা দমিয়ে রাখতে পারেনি। বাঙালিরা তাদের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করে একটি সার্বভৌম স্বাধীন দেশ অর্জন করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মো: আনোয়ার উল্যাহ, শিক্ষক প্রতিনিধি নাজমা আক্তার, সহকারী অধ্যাপক মো: শাহজাহান সরকার, সহকারী অধ্যাপক তৌহিদা আক্তারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, শিক্ষক পরিষদের সম্পাদক, সহকারী অধ্যাপক মোহাম্মদ মাকছুদুর রহমান। মিলাদ ও দোয়া পরিচালনা করেন, সহকারীঅধ্যাপক, জনাবআ.ন.ম. মফিজুর রহমান। মিলাদ শেষে মোনাজাতে শহীদ বুদ্ধিজীবিগন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন, ১৫আগস্ট ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল শহিদ সদস্যবৃন্দ, কলেজের ভূমিদাতা পরিবারের সদস্য পলাশ মজুমদার, গভর্ণিং বডির সদস্যবৃন্দ যারা ইতিমধ্যে ইহ জগৎ ত্যাগ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতে বিশেষ দোয়া করা হয়। এ ছাড়া ও বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, শিক্ষা মন্ত্রী ডা: দীপু মনি এমপি ও হাজীগঞ্জ-শাহরাস্তির মাননীয় সংসদ সদস্য , ১নং সেক্টরের সেক্টর কমান্ডার মেজর (অব) রফিকুল ইসলাম বীর উত্তমের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে সকলের মাঝে তবারুক বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়