প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২২, ১৬:৩৮
জামিন পেলেন জেলা বিএনপির সেক্রেটারি অ্যাডঃ সলিম উল্লা সেলিম
পুলিশের মামলায় জামিন পেলেন চাঁদপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডঃ এ কে এম সলিমুল্লাহ সেলিম। তিনি এ মামলার এজাহারভুক্ত ২ নং আসামী।
|আরো খবর
রোববার ( ১১ ডিসেম্বর ) দুপুরে চাঁদপুর অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হাসানের আদালতে তিনি স্বেচ্ছায় হাজির হন। স্বেচ্ছায় হাজিরকৃত আসামীর আইনজীবীদের শুনানী শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
চাঁদপুর সদর মডেল থানাধীন নতুনবাজার জেএম সেনগুপ্ত রোড ও মেথা রোডের সংযোগস্থল পাকা রাস্তার উপরে বেআইনী জনতাবদ্ধে রাস্তা অবরোধ করে সরকারী কাজে বাধা প্রদান করিয়া পুলিশের উপর আক্রমণ করিয়া জখম করত ঃ শারিরীক ও মানসিক অপরাধের চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে ১ নম্বর আসামী করে ৫৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়।
মামলার বাদী হলেন চাঁদপুর মডেল থানার এস আই রাশেদুদ জামান।
আসামী পক্ষে আইনজীবী ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ এটিএম মোস্তফা কামাল সহ জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবীগণ।