বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২২, ২০:৩০

মিছিল সহকারে ঢাকার সমাবেশে চাঁদপুরের বিএনপি নেতা-কর্মীরা

স্টাফ রিপোর্টার
মিছিল সহকারে ঢাকার সমাবেশে চাঁদপুরের বিএনপি নেতা-কর্মীরা

রাজধানীর গোলাপবাগ মাঠে বিভাগীয় গণসমাবেশ করেছে বিএনপি। শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়।

এর আগে সকাল থেকে বিএনপির জেলা, মহানগর ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সভা মঞ্চে উপস্থিত হন। এছাড়া ঢাকার বাইরে থেকেও নেতা-কর্মীরা আসতে থাকেন সমাবেশস্থলে। যদিও তারা পথে পথে বাধার মুখোমুখি হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

চাঁদপুর থেকে বিএনপির অসংখ্য নেতা-কর্মী শুক্রবার রাতেই অবস্থান নেয় ঢাকার সমাবেশে। জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারের নেতৃত্বে জেলা যুবদল,জেলা ছাত্র দলের সভাপতি ইমান হোসেন গাজীর নেতৃত্বে জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল সহকারে ঢাকার সমাবেশে যোগদান করেন।

এছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বহু নেতা-কর্মী উপস্থিত হয়ে সমাবেশ সফল করে। বিভিন্ন উপজেলার থেকেও বহু নেতা-কর্মী সেখানে যায়। চাঁদপুর জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক সহ অন্যান্য নেতারাও ঢাকার সমাবেশ ছিলেন বলে জানা যায়।

দেশের আলোচিত ১০ ডিসেম্বর ঢাকার এই সমাবেশে পর্যায়ক্রমে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। বিকেল ৫টার দিকে সামবেশের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ১০ দফা ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়