প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২২, ১০:০৩
৮ ডিসেম্বর পাক হানাদার মুক্ত দিবসের কর্মসূচির মধ্যে দিয়ে
চাঁদপুরে শুরু মুক্তিযুদ্ধের বিজয় মেলা
আজ ৮ ডিসেম্বর চাঁদপুর মুক্ত দিবস। এদিনে পাক হানাদার বাহিনীর হাত থেকে চাঁদপুরকে মুক্ত ঘোষনা করা হয়। মুক্ত দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে চাঁদপুরের মাসব্যাপী ঐতিহাসিক মুক্তিযুদ্ধের বিজয় মেলায় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং এর সাথে সাথেই শুরু হবে মুক্তিযুদ্ধের বিজয় মেলার মাসব্যাপী কার্যক্রম।
|আরো খবর
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলনসহ রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপ্রধানের দায়িত্ব পালন করবেন চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলার চেয়ারম্যান বীর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ।
উল্লেখ্য, গত সোমবার (৫ ডিসেম্বর) সকালে চাঁদপুর আউটার স্টেডিয়ামে মাসব্যাপী চাঁদপুর মুক্তিযুদ্ধের এই বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।