প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২২, ০০:০০
পিন পতন নীরবতা ও স্তব্ধতা
সম্মেলনকে ঘিরে তুমুল উচ্ছ্বাস থাকে নেতা-কর্মীদের মাঝে। নেতা-কর্মীরা অপেক্ষার প্রহর গুণতে থাকে নতুন নেতৃত্বের। আর সে কাঙ্ক্ষিত নেতৃত্বের ঘোষণা শোনার পর যদি পিন পতন নীরবতায় মুহ্যমান হয়ে যায় ঘোষণাস্থল, তাহলে তখন কি আর বুঝতে বাকি থাকে যে ঘোষিত নেতৃত্ব নেতা-কর্মীদের প্রত্যাশিত নয়। এমন ঘোষণায় নেতা-কর্মীরা সন্তুষ্ট হতে পারেন নি। এমনই দৃশ্যপট লক্ষ্য করা গেলো গতকাল সোমবার চাঁদপুর সদর ও পৌর আওয়ামী লীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার সময়।
|আরো খবর
সন্ধ্যা সাড়ে ৬টায় চাঁদপুর সার্কিট হাউজের নিচে সদর ও পৌর আওয়ামী লীগের নতুন সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ। কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এই চারটি পদের নাম ঘোষণা করা হয়। ঘোষণার আগ পর্যন্ত শত শত নেতা-কর্মী অধীর আগ্রহে অপেক্ষমান ছিল নতুন নেতৃত্বের নাম শোনার জন্যে। তুমুল উচ্ছ্বাস ছিলো নেতা-কর্মীদের মাঝে। তাদের পছন্দের প্রার্থীদের নামে মাঝে মধ্যে শ্লোগানে মুখরিত রেখেছে সার্কিট হাউজ অঙ্গন। কিন্তু যখন নাম ঘোষণা করা হলো, তখন একেবারে পিনপতন নীরবতায় যেনো সকলে স্তব্ধ হয়ে যায়। নেতা-কর্মীরা যেনো তাদের কাঙ্ক্ষিত নেতৃত্ব পান নি। তাদের যেনো প্রত্যাশা ছিল নতুন নেতৃত্বের। ঘোষিত নামগুলোর মধ্য দিয়ে যেনো তাদের সে প্রত্যাশা পূরণ হয় নি। নেতা-কর্মীদের অনেককে তখন আশঙ্কার সাথে বলতে শোনা গেছে, এই নেতৃত্ব দ্বারা বিরোধী দলের আসন্ন আন্দোলন-সংগ্রাম মোকাবিলা করা যাবে তো!?