রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২২, ১৯:০৭

দুজনেই ৩য়বারের সভাপতি ও সাধারণ সম্পাদক

কামরুজ্জামান টুটুল
দুজনেই ৩য়বারের সভাপতি ও সাধারণ সম্পাদক

জেলার প্রসিদ্ধ ও বাণিজ্যিক শহর হিসেবে খ্যাত হাজীগঞ্জ। ভৌগলিক কারনে সড়কপথ, রেলপথ ও নৌপথে বেষ্টিত হাজীগঞ্জ উপজেলা রাজনৈতিকভাবে গুরুত্ব কোনো অংশে কম নয়। এখানকার রাজনৈতিকভাবে প্রধান ব্যক্তিত্ব চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-চাঁদপুর) নির্বাচনী এলাকার সংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। তাঁরই হাত ধরে এখানকার রাজনীতিতে সুফল বইছে। গত শুক্রবার ও শনিবার পৌর এবং উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এখানে যারাই আওয়ামী লীগের নেতৃত্বে আসছেন তাদের সবার জনপ্রিয়তা দিন দিন আকাশচুম্বী হয়ে উঠে। যার জলন্ত প্রমাণ সমাপ্ত হওয়া সম্মেলনগুলো। সম্মেলনে উপজেলা ও পৌর আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে যারা আসীন হয়েছেন তারা সবাই একাধিকবার নিবর্বাচিত হয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে টানা ৩য়বার নির্বাচিত হলেন গাজী মাঈনুদ্দিন। ২০০৬ সালের ৬ মার্চ তিনি প্রথমবারের মতো উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। সে সময় ওই কমিটির সভাপতি পদ পেয়েছেন অধ্যপক মরহুম আব্দুর রশিদ মজুমদার। ২০১২ সালের ২৪ ডিসেম্বর ২য়বারের মতো উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন গাজী মাঈনুদ্দিন। উক্ত কমিটির সভাপতি ছিলেন আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী। সর্বশেষ গত শনিবার ২৬ নভেম্বর বিনা প্রতিদ্বন্দ্বীতায় ৩য়বারের মতো উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন গাজী মাঈনুদ্দিন। একই কমিটিতে ২য়বারের মতো সভাপতি নির্বাচিত হন আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী। গাজী মাঈনুদ্দিন উপজেলা চেয়ারম্যান হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন।

অপরদিকে হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি পদে আ. স. ম. মাহবুব উল আলম লিপন ২০০৫ সালের ২৫ এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। সেই সময় সাধারণ সম্পাদক ছিলেন মরহুম মোশারফ হোসেন বাবুল। ২০১০ সালের ২৬ জানুয়ারি তৃণমূলের ভোটে নির্বাচিত হন আ. স. ম. মাহবুব উল আলম লিপন, উক্ত কমিটিতে সাধারন সম্পাদক ছিলেন সৈয়দ আহমেদ খসরু। সর্বশেষ চলিত বছরের ২৫ নভেম্বর শুক্রবার বিনা প্রতিদ্বন্দ্বীতায় পৌর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত লিপন। উক্ত কমিটিতে ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক হন হায়দার পারভেজ সুজন। মাহবুব উল আলম লিপন বর্তমান পৌর পরিষদসহ টানা দুইবার পৌর মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়