প্রকাশ : ২৫ নভেম্বর ২০২২, ১৯:৪০
কচুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী নাজমুল আলম স্বপনের মতবিনিময় সভা
আগামী ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনে সাধারণ সম্পাদক পদ প্রার্থী পৌর মেয়র নাজমুল আলম স্বপন দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল শুক্রবার বিকালে পৌর মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রবীণ আওয়ামী লীগ নেতা সফি উল্যাহ ডিলারের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সহসভাপতি ছাদেক মুন্সির পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোতাহার হোসেন দুলাল, কোষাধ্যক্ষ নাজমুল হক মজুমদার মিঠু, নির্বাহী সদস্য আলী আজগর প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মুন্সি, আওয়ামী লীগ নেতা আলহাজ¦ শাহজাহান তালুকদার, ওমর ফারুক, প্রিয়তুষ পোদ্দার, পৌর আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জুর আহমেদ কেনু, জাকির হোসেন বাটা, মনির হোসেন প্রধান, সাবেক সভাপতি আহসান হাবীব, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসানাত মাস্টার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক প্রান ধন দেব, সদর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন, কাউন্সিলর আবুল খায়ের রুমি ও কামাল হোসেন অন্তর প্রমুখ।
সাধারণ সম্পাদক প্রার্থী নাজমুল আলম স্বপন বলেন, আমার প্রয়াত পিতা উপজেলা কৃষকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ¦ শুকু মিয়া কমিশনার সারা জীবন আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে মানুষের কল্যানে কাজ করেছেন। আমি দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সাথে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থেকে নেতৃত্ব দিয়ে দলকে শক্তিশালী করেছি। বিগত দিনে আন্দোলন-সংগ্রামে পৌরসভার নেতা-কর্মীরাই প্রথমে নেতৃত্ব দিয়েছে। সব সময় সবার আগে পৌরসভার কর্মীরা সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে দলকে শক্তিশালী করেছে। কিন্তু উপজেলা আওয়ামী লীগে পৌরসভা কেন্দ্রীক গুরুত্বপূর্ণ কোন পদ-পদবী নেই। আগামী ৮ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে পৌরসভা কেন্দ্রীক আমি সাধারণ সম্পাদক প্রার্থী হিসাবে প্রার্থীতা ঘোষণা করছি। দলীয় নেতাকর্মীদের কাছে আমার অনুরোধ, আপানারা আমাকে মুল্যায়িত করবেন। আমি সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল সুসংগঠিত করে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে অগ্রনী ভূমিকা পালন করবো।
ছবি ঃ মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী নাজমুল আলম স্বপন।