রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২২, ১৯:৪৫

কুমিল্লার সমাবেশ সফল করার লক্ষ্যে চাঁদপুরে জেলা ছাত্রদলের প্রস্তুুতি সভা

স্টাফ রিপোর্টার
কুমিল্লার সমাবেশ সফল করার লক্ষ্যে চাঁদপুরে জেলা ছাত্রদলের প্রস্তুুতি সভা

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ নানা দাবিতে বিএনপির ২৬ নভেম্বর ২০২২ কুমিল্লায় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। চাঁদপুর থেকেও এ সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশে যাবেন।

কুমিল্লার গণসমাবেশ সফল করার লক্ষ্যে চাঁদপুরে জেলা ছাত্রদলের প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর, বৃহস্পতিবার দুপুরে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ নেতৃবৃন্দের উপস্থিতিতে জেলা বিএনপি কার্যালয়ে হয় এই সভা।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি নিজাম উদ্দিন রিপন। চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচএম ইসমাইল হোসেন পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারন সম্পাদক নাদির শাহ,শরিফুল ইসলাম রাকিব,আব্দুর রহিম সৈকত,মোঃ জহিরুল ইসলাম দিপু পাটোয়ারী, সহ গণযোগাযোগ বিষয়ক সম্পাদক শাহ পরান খান ও সদস্য মোবারক হোসেন।

জেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মেহেদী হাসান রনি, যুগ্ম সম্পাদক সোহেল রানা, মেহেদী হাসান শাকিল,সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক শেখ মোঃ হাবিব,পৌর ছাত্রদলের আহবায়ক মামুন খান,চাঁসক কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক সোহেল গাজী,সদস্য সচিব ফয়সাল মাহমুদসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সভায় জানানো হয় চাঁদপুর থেকে ছাত্রদলের নেতাকর্মিরা বিরাট বহর নিয়ে সড়ক পথে ২৬ তারিখ কুমিল্লার সমাবেশ উপস্থিত হবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়