রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২২, ১৫:৪৬

হাজীগঞ্জ পৌর ১২নং ওয়ার্ড আ'লীগের সভাপতি তবি উল্যাহ, সম্পাদক শাহআলম

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জ পৌর ১২নং ওয়ার্ড আ'লীগের সভাপতি তবি উল্যাহ, সম্পাদক শাহআলম

হাজীগঞ্জ পৌরসভার ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) সকালে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতির বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন।

স্থানীয় ঈদগাহ মাঠে আয়োজিত নতুন ওয়ার্ড কমিটি গঠণের লক্ষে উপস্থিত সভ্যদের (১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য) মধ্য থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীর নাম প্রস্তাব ও সমর্থনের জন্য আহবান করেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান মিলন।

এতে সভাপতি পদে একক প্রার্থী হিসাবে মো. তবি উল্যাহ এবং সাধারণ সম্পাদক পদে মো. ইসহাক, মো. শাহআলম ও মো. সোহরাব হোসেনের নাম প্রস্তাব ও সমর্থন করা হয়। এ সময় প্রার্থীদের মধ্যে সমঝোতা করার সুযোগ দেওয়া হলে সাধারন সম্পাদক পদে কোন সমযোতা হয়নি। পরে সম্মেলনের সভাপতির উপর সিদ্বান্ত নেওয়ার দায়িত্ব ছেড়ে দেয়া হয়।

সম্মেলনের সভাপতি, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদে মো. তবি উল্যাহ ও সাধারণ সম্পাদক পদে পৌর কাউন্সিলর মো. শাহআলমের নাম ঘোষণা করেন।

একই সময়ে তিনি ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে মো. ইসহাক ও ১নং সাংগঠনিক সম্পাদক পদে মো. সোহরাব হোসেন নাম রাখার অনুরোধ জানিয়ে সম্মেলনের সমাপ্তি করেন।

এর আগে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মুন্সীর সঞ্চালনে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ও হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সদস্য খালেদুর রব মিঠুসহ অন্যান্য অতিথি ও স্থানীয় নেতৃবৃন্দ। এসময় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়