রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২২, ২১:০৯

হাইমচরের চরভৈরবীতে নৌকা মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন

মোঃ সাজ্জাদ হোসেন রনি
হাইমচরের চরভৈরবীতে নৌকা মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন

চাঁদপুর হাইমচরের ৬নং চরভৈরবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ যুবায়ের (শিমুল) চোকদ্দারের প্রথম নির্বাচনী অফিস মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে।

১৩ নভেম্বর রবিবার বাদ মাগরিব চরভৈরবী ইউনিয়নের হাইমচর নতুন বছর ১নং ওয়ার্ডে প্রথম নির্বাচনী অফিস মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মিলাদের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ সরকারের সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রোশন গাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন চরভৈরবী ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি আহাম্মদ আলী মাস্টার, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম কবির শেখ, চরভৈরবী ইউনিয়ন নৌকার মাঝি চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ যুবায়ের (শিমুল) প্রমুখ।

বক্তব্য বলেন, আপনারা জননেত্রী শেখ হাসিনার কথা শুনেছেন, ডা. দীপু মনির কথা শুনেছেন। হাইমচরের মানুষ আওয়ামীলীগকে ভালো বাসেন।আওয়ামীলীগের পাশাপাশি ডা. দীপু মনিকে ভালো বাসেন। সেটা প্রমান করেছেন বিভিন্ন সময়ে আপনাদের ভোটের মাধ্যমে। ইউসুফ যুবায়ের শিমুল জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়েছেন। আপনারা ২৮ তারিখে মনে করবেন শেখ হাসিনাকে ভোট দিচ্ছেন, আপনারা মনে করবেন ডা. দীপু মনিকে ভোট দিচ্ছেন। ভাই, বোন, বাড়ির সবাই মিলে শিমুল চোকদ্দারকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।

এসময় উপস্থিত ছিলেন, ২নং উত্তর আলগী ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান পাটোয়ারী, সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এস এম আল মামুন সুমন, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (রনি), জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মহসিন পাটোয়ারী, উত্তর আলগী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মজিবুল্লাহ মানিকসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়