প্রকাশ : ১২ নভেম্বর ২০২২, ১৮:৪৯
কুমিল্লায় সমাবেশ উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির প্রস্তুতি সভা
আগামী ২৬ নভেম্বর কুমিল্লায় বিভাগীয় গণ-সমাবেশ করবে বিএনপি। এই সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছে চাঁদপুর জেলা বিএনপি। শনিবার (১২ নভেম্বর) সকালে শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মনিরা ভবনের হল রুমে এই সভা অনুষ্ঠিত হচ্ছে। চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় গণ-সমাবেশ সমন্বয় কমিটির দলনেতা ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
|আরো খবর
প্রধান বক্তা ছিলেন গণ-সমাবেশ সমন্বয় কমিটির সমন্বয়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সায়েদুল হক সাঈদ। চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম ও সাবেক যুগ্ম আহবায়ক মুনীর চৌধুরীর যৌথ সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নেতা লায়ন হারুনুর রশিদ, রাশেদা বেগম হীরা,এমএ হান্নানসহ কেন্দ্রীয় ও জেলার অন্যান্য নেতৃবৃন্দ। প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে বরকত উল্লাহ বুলু বলেন, দেশের মানুষ জেগে ওঠেছে। ভোটাধিকার রক্ষায় তারা ঐক্যবদ্ধ। ভোট চুরি করে পুণরায় ক্ষমতায় থাকার খায়েশ শেখ হাসিনার পূরণ হবে না। গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। সরকার যতই বাঁধা বিঘ্ন করুক,জনতার আন্দোলন
কুমিল্লায় ওই দিন স্মরণকালের বৃহৎ গণসমাবেশ হবে।এই সমাবেশের মধ্য দিয়ে সরকার পতনের আন্দোলন শুরু হবে। আর ১০ ডিসেম্বর ঢাকার মহাসমাবেশে সরকারকে নতুন বার্তা দেয়া হবে।
সকলে ঐক্যবদ্ধ থেকে কুমিল্লার সমাবেশ সফল করার জন্য চাঁদপুরের নেতাকর্মীদের আহবান জানান তিনি। এসময় চাঁদপুর জেলা, উপজেলা, পৌর বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।