প্রকাশ : ০৯ নভেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন ১০ ডিসেম্বর
হাইমচরে ৫ ডিসেম্বর, চাঁদপুর সদরে ৬ ডিসেম্বর, কচুয়ায় ৮ ডিসেম্বর, হাজীগঞ্জ-শাহরাস্তিতে ২৬ ও ২৭ ডিসেম্বর উপজেলা সম্মেলন
আগামী ১০ ডিসেম্বর চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন। তার পূর্বে ৬ ডিসেম্বর চাঁদপুর সদর ও পৌর আওয়ামী লীগের সম্মেলন। ৫ ডিসেম্বর হবে হাইমচর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। এছাড়া কচুয়ায় ৮ ডিসেম্বর, হাজীগঞ্জ পৌর শাখায় ২২ নভেম্বর ও হাজীগঞ্জ উপজেলা শাখায় ২৬ নভেম্বর সম্মেলন। ফরিদগঞ্জ ও মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ পরবর্তীতে জানানো হবে বলে জানানো হয়।
|আরো খবর
গতকাল মঙ্গলবার ঢাকায় জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল-মাহমুদ স্বপনের কার্যালয়ে চাঁদপুর জেলা আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিভাগীয় সাংগঠনিক টিমের এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি, চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল-মাহমুদ স্বপন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। এছাড়া চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালসহ জেলার নেতৃবৃন্দ, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী আর্শ্বাদ মিয়াজী, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, চাঁদপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুলসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।