প্রকাশ : ০৩ নভেম্বর ২০২২, ১৯:০৯
চাঁদপুরে জেল হত্যা দিবস পালিত
মানবতাবোধের চরম নির্মমতা ও নিষ্ঠুরতার সাক্ষী বাঙালি জাতির ইতিহাসে আরেকটি কলঙ্কিত অধ্যায়ের নাম জেল হত্যাকাণ্ড। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারের অভ্যন্তরে বিনা বিচারে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়।
১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতাবিরোধী দেশি-বিদেশি চক্র বর্বরোচিতভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। এর কিছুদিন পরই ঢাকা কেন্দ্রীয় কারাগারে ইতিহাসের আরেকটি বর্বর হত্যাকাণ্ড সংগঠিত হয়। বাংলাদেশকে নেতৃত্বশূন্য করতে হত্যা করা হয় বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোদ্ধা জাতীয় চার নেতাকে। স্বাধীনতাবিরোধী ঘাতকচক্র ১৯৭৫ সালের ৩ নভেম্বর বঙ্গবন্ধুর আজীবন রাজনৈতিক সহকর্মী, তার অবর্তমানে যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেন সেই জাতীয় চার নেতা। সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, ক্যাপ্টেন মুনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে জেলখানার ভেতরে গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করে।
এ হত্যাকাণ্ড স্মরণে প্রতি বছর ৩ নভেম্বর জেলহত্যা দিবস চাঁদপুর জেলা আওয়ামীলীগ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেন। ৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় চাঁদপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয়, দলীয়, কালো পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ । সকাল ৮ ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় অংশগ্রহণ করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম, চাঁদপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি বর্তমান আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূঁইয়া, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চাঁদপুর জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সহ-সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী,জেলা যুবলীগের সদস্য অরুপ কর্মকার চাঁদপুর পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোরশেদ আলম হাওলাদার স্পেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাদল গাজী ,জেলা যুবলীগের সদস্য ঢালী শুকুর,জাহাঙ্গীর হোসেন বেপারী,পৌর স্বেচ্ছাসেবক লীগের এাণ ও কল্যাণ সম্পাদক শামীম মিয়াজী ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।