রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২২, ২০:০৫

যুবদল কর্মীদের ফেসবুক থেকে বের হয়ে রাজপথে আসতে হবে

যুবদল কর্মীদের ফেসবুক থেকে বের হয়ে রাজপথে আসতে হবে
অনলাইন ডেস্ক

ফরিদগঞ্জে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে। এ উপলক্ষে বাসস্ট্যান্ড সংলগ্ন আরাফাত পার্টি সেন্টারের তৃতীয় তলায় কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমদ বাহার।

২৮ অক্টোবর শুক্রবার বিকালে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম নান্টুর সভাপতিত্বে, ফরিদগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব আমিন মিজির সঞ্চালনায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘এখন আমাদের বিরোধের সময় নয়। দেশ এখন ক্রান্তীকাল অতিক্রম করছে। দেশের কোটি কোটি সাধারণ মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। এ সময় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে ক্ষুদ্র স্বার্থ ভুলে তৃণমূল সংগঠনকে এগিয়ে নিতে হবে। প্রত্যেক নেতা কর্মীর নামে একাধিক মামলা রয়েছে। কোর্টের বারান্দায় নিয়মিত সবার সাথে দেখা হয়; তাই রাজপথে শক্ত লড়াই গড়ে তুলে এ সরকারের পতন ঘটাতে হবে। ফরিদগঞ্জ উপজেলা বিএনপির প্রধান সমন্বয়কারী আলহাজ¦ এম এ হান্নান সাহেবের হাতকে শক্তিশালী করতে হবে। সে লক্ষ্যে আপনারা কাজ করে যাবেন।’

এসময় তিনি আরো বলেন, ‘দ্রব্যমূল্যর উর্ধগতি, লোডশেডিং ও মুদ্রাস্পৃতিতে জনজীবন বিপর্যস্থ। এমন পরিস্থিতে ওবায়দুল কাদের বলেন ‘খেলা হবে।’ কী খেলা হবে? আমরাও বলি, সামনে খেলা হবে। তবে ভোট চোর শেখ হাসিনার নেতৃত্বে আর ফাউল খেলা খেলতে দেয়া হবেনা। খেলা হবে নির্দলীয় সরকারের অধীনে। দেশের বিভিন্ন জায়গায় সমাবেশ হচ্ছে। আমাদের সমাবেশ হবে কুমিল্লায়। সেখানে আমরা হাজার হাজার নেতাকর্মী নিয়ে দেশ রক্ষায় ঐক্যবদ্ধ হবো।

অনুষ্ঠানে প্রধান বক্তা সারোয়ার গাজী বলেন, ‘১৯৭৮ সালের ২৭ অক্টোবর শহীদ জিয়া যুবদল প্রতিষ্ঠা করেছেন। যুবদল জাতীয় সংকট মোকাবিলা করে জাতীয় শক্তিতে পরিনত হয়েছে। অনেক প্রাণ হারিয়েছে। তাই ভোট চোর সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে গনতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এই সরকারকে বিতাড়িত করা না পর্যন্ত যুবদল রাজপথ ছাড়বে না। নেত্রী মুক্ত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। যুবদল কর্মীদের শপথ নিতে হবে, ফেসবুক নির্ভর না হয়ে রাস্তাায় নামতে হবে, রাজপথে থাকতেই হবে।’

এ সময় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা যুবদলের সহ- সভাপতি মোস্তফা বন্দুকসী, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন বেপারী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন শিপন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন মোল্লা, ফারুক খাঁন, জহিরুল ইসলাম। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন। ফরিদগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল কাদের বকুল, মাহাবুবুর রহমান স্বপন, মাসুদ মাস্টার, গোলাফ। উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান মঞ্জু, পৌর ছাত্রদলের আহবায়ক আল আমিন মোল্লা, সদস্য সচিব আমজাদ হোসেন শিবলু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছবুর পাটওয়ারী রুবেল, যুগ্ম আহবায়ক রাজু পাটওয়ারী, যুবনেতা ভাগিনা রুবেল ও আরিফ হোসেন পাটওয়ারী প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি সবাইকে নিয়ে কেক কাটেন। এ সময় ১৫ ইউনিয়নের যুবদল ও পৌর যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়