প্রকাশ : ১৮ অক্টোবর ২০২২, ১৯:৪২
ফরিদগঞ্জে বঙ্গবন্ধু সরকারি কলেজে শেখ রাসেলের জন্মদিন পালন
ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে কলেজ চত্বর থেকে একটি আনন্দ র্যালী উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ কুন্তল কৃষ্ণনাথের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ নেপাল দেবনাথ, প্রভাষক আজিমুর রশিদ, র্যাধেশ্যাম কুরি, লিয়াকত আলী প্রমুখ।
আলোচনা সভায় কলেজ অধ্যক্ষ কুন্তল কৃষ্ণনাথ বলেন, বঙ্গবন্ধু পরিবার আমাদের দেশের জন্য সম্পদ। যার উদাহরণ সকলের সামনে। জাতির পিতা শেখ মুজিজুর রহমান আমাদের জন্য একটি স্বাধীন দেশ এনে দিয়েছেন। আর তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করছেন। তার বোন শেখ রেহানা মাননীয় প্রধানমন্ত্রীকে সার্বিক সহযোগিতা করছেন। আজ যদি শেখ রাসেলসহ পরিবারের অন্য সদস্যরা বেঁচে থাকতো, তাহলে আমরা হয়তবা আরো ভাল কিছু পেতাম।
১৫ আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের সময় ঘাতকদের ছোট্ট রাসলের কান্না ও অনুনয় বিনয়ও মনগলেনি।