রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২২, ১৯:০৫

কচুয়ায় সহকারি প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগে অনিয়মের অভিযোগ

কচুয়ায় সহকারি প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগে অনিয়মের অভিযোগ
মোহাম্মদ মহিউদ্দিন

আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে ৬ নং ওয়ার্ড কচুয়ায় সহকারি প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগে ৩ প্রার্থীর পক্ষ থেকে পৃথক পৃথকভাবে অনিয়মের অভিযোগ তুলেছেন।

১৪ অক্টোবর শুক্রবার জেলা পরিষদ সদস্য প্রার্থী মো. তৌহিদুল ইসলাম খোকা, মো. বিল্লাল হোসেন ও জোবায়ের হোসেন স্বাক্ষরে রিটানিং কর্মকর্তা চাঁদপুরের জেলা প্রশাসক বরাবর এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ৬নং কচুয়া ওয়ার্ডে নির্বাচনে সহকারি প্রিজাইডিং কর্মকর্তা হিসাবে উপসহকারি কৃষি কর্মকর্তা মো. ওসমান গনি ও একই বিভাগের উচ্চমান সহকারি মো. উজ্জল মিয়াকে নিয়োগ দেওয়া হয়। এই দুই কর্মকর্তার মধ্যে মো. ওসমান গনি জেলা পরিষদ সদস্য প্রার্থী সালাউদ্দিন ভূইয়ার ছোট ভাই আলাউদ্দিন ভূইয়ার সাথে সার ও কীটনাশক ব্যবসার যৌথ পার্টনার।

এতে ওসমান গনির সাথে প্রার্থী সালাউদ্দিনের পারিবারিক সম্পর্ক রয়েছে। পূর্বে অনুষ্ঠিত বিভিন্ন নির্বাচনে দায়িত্ব পালনে মো. ওসমান গনি বিরুদ্ধে সুস্পষ্ট অনিয়মের অভিযোগ রয়েছে বলেও উল্লেখ করা হয়। এছাড়া অপর সহকারি প্রিজাইডিং কর্মকর্তা উজ্জল মিয়াকে জেলা পরিষদ নির্বাচন ২০২২ এর পরিপত্র -৪ অনুযায়ী নিয়োগ দেওয়া হয়নি। নির্বাচন আইন ২০২২ অনুসারে সহকারি প্রিজাইডিং কর্মকর্তার যোগ্যতা দ্বিতীয় শ্রেণির পদপর্যাদাধারী হতে হবে।

অভিযোগে উক্ত দুই কর্মকর্তাকে অব্যাহতি প্রদান করে নিরপেক্ষ ও পরিপত্র -০৪ অনুসরণ করে সহকারি প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগের দাবী জানানো হয়। চাঁদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কামরুল হাসান বলেন, অভিযোগ দেখে সমস্যা থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়