রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২২, ০০:২৬

শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে হাইমচরে পূজামণ্ডপ পরিদর্শন করে

মুসলমান, হিন্দু, বৈদ্য, খ্রিস্টান এরা সকলে মিলেই বাংলাদেশ: শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি

মোঃ সাজ্জাদ হোসেন রনি
মুসলমান, হিন্দু, বৈদ্য, খ্রিস্টান এরা সকলে মিলেই বাংলাদেশ: শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি

বাঙালির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল ধর্মের জনগোষ্ঠী দের রাষ্ট্রীয় সমঅধিকার বাস্তবায়ন করেছেন"ধর্ম যার যার,উৎসব সবার। হাইমচরে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি। এসময় তিনি বলেন- আমরা বাঙালী, আমাদের মাঝে সকল ধর্মের মানুষ রয়েছে।

৩ অক্টোবর সোমবার সন্ধ্যায় শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিদর্শনকালে উপরোক্ত কথাগুলো বলেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি। এসময় তিনি বলেন- মুসলমান, হিন্দু, বৈদ্য, খ্রিস্টান এরা সকলে মিলেই বাংলাদেশ। সবাই মিলে এ দেশকে স্বাধীন করেছিল। এ দেশকে মায়ের মত করে গড়ে তোলা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান যে সংবিধান দিয়েছিলেন, সেখানেও সকল ধর্মের সমান অধিকারের কথা বলা হয়েছে।

অস্প্রদায়িক দাঙ্গা ভুলে সকলে মিলেমিশে বসবাস করার জন্যই দেশকে স্বাধীন করা হয়েছে। জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে জাতী, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষকে নিয়ে দেশকে এগিয়ে নিচ্ছেন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ধর্মের মধ্যে বৈষম্য সৃষ্টি করার কোনো সুযোগ নেই। বরং রাষ্ট্র নিশ্চিত করতে চাচ্ছে, কোনো ধর্মের মধ্যে যেন বৈষম্য না থাকে। কোনো বৈষম্য না রেখে আমরা সবাই মিলে স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো।

বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন প্রধানিয়া, ২নং আলগী উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জি এম জাহিদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এস এম আল মামুন সুমন, জেলা পরিষদ সদস্য প্রার্থী ও উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান এস এম কবির, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনিসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়