রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২২, ২৩:৫৯

জামিনে মুক্ত জেলা যুবদল নেতা সালাউদ্দিন

স্টাফ রিপোর্টার
জামিনে মুক্ত জেলা যুবদল নেতা সালাউদ্দিন

চাঁদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন বেপারী দীর্ঘ ২০ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাবুরহাট জেলা কারাগার থেকে সালাউদ্দিন বেপারী মুক্তি পাওয়ার পর বেরিয়ে আসলে দলীয় নেতা-কর্মীরা তাকে ফুলের মালা পড়িয়ে বরণ করে নেন।পরে জেলা বিএনপির কার্যালয়ে জেলা যুবদলের নেতৃবৃন্দের সঙ্গে মিলিত হন তিনি।

এসময় চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, সদর থানা যুবদলের আহ্বায়ক সারোয়ার গাজী, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ আলম রবিন, যুবদল নেতা মোক্তার হোসেন বেপারী, শহীদ ঢালী, জুলহাস জুয়েল, আব্দুল করিম, মহসিন খান, সোহাগ খান, আল-আমিন খান, মমিন হাওলাদার, লিটন ঢালী, শরীফ আহমেদ, আবুল বাশার, মেহেদীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ৫ সেপ্টেম্বর শহরের ট্রাকঘাট এলাকা থেকে রাজনৈতিক পুরনো মামলায় তাকে গ্রেফতার করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। পরের দিন পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে। জি আর ৪১/১৫ মামলার আসামি ছিলেন তিনি। আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়