শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ২০:৫১

ঢাকাস্থ চাঁদপুর সমিতির কমিটি গঠন

কামরুজ্জামান টুটুল।।
ঢাকাস্থ চাঁদপুর সমিতির কমিটি গঠন

ঢাকায় বসবাসরত চাঁদপুর জেলার বাসিন্দাদের নিয়ে গঠিত ঢাকাস্থ চাঁদপুর সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির আত্মপ্রকাশের প্রায় দেড় বছর পর এই প্রথম সাধারণ সভার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলো।

বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) রাজধানীর পল্টন এলাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত সাধারণ সভাশেষে প্রধান নির্বাচন কমিশনার এসএএম মিজানুর রহমান খান ২০২৬-২০২৮ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট কমিটির শীর্ষ ছয় পদের নাম ঘোষণা করেন।

ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশনের অধ্যক্ষ, উত্তরা ১১ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি ঢাকা-এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক রোটারিয়ান অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন লায়ন জিএম ইমাম হোসাইন ইমন।

নির্বাচনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া বলেন, ঢাকাস্থ চাঁদপুর সমিতি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সংগঠন নয়, এটি চাঁদপুরবাসীর একটি মানবিক প্ল্যাটফর্ম। আমরা চাই এই সংগঠনটি সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াক, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখুক। ঢাকায় বসবাসরত চাঁদপুরের সন্তানদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করাই আমাদের অন্যতম লক্ষ্য।

তিনি আরও বলেন, চাঁদপুর জেলার মানুষের রয়েছে দীর্ঘ ঐতিহ্য ও সংগ্রামের ইতিহাস। সেই ঐতিহ্যকে ধারণ করে আমরা একটি মানবিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সংগঠন গড়ে তুলতে চাই। সমাজের অবহেলিত, অসহায় ও দরিদ্র মানুষের জন্যে নিয়মিত সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে। মানবিক চাঁদপুর গঠনে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এই আস্থা ও ভালোবাসা ধরে রাখতে আমি এবং আমার কমিটির সকল সদস্য নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করবো। ঢাকাস্থ চাঁদপুর সমিতিকে একটি আদর্শ, ঐক্যবদ্ধ ও মর্যাদাপূর্ণ সংগঠনে রূপ দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।

কমিটির অন্য সদস্যরা হলেন : সহ-সভাপতি এবিএম হানিফ মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার গাজী আহমেদ উল্লাহ ও মো. সাঈদ হাসান খান এবং অর্থ সম্পাদক মোহাম্মদ হোসেন মিয়া।

কমিটি ঘোষণার পরপরই প্রধান নির্বাচন কমিশনার এসএএম মিজানুর রহমান খান নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শপথবাক্য পাঠ করান।

কমিটি গঠনের আগে বক্তব্য রাখেন ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি একেএম রাশেদ শাহরিয়ার। তিনি সংগঠনের কাজের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে সালাউদ্দিন ভূঁইয়া ও নূরুজ্জামান হীরাকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে বহাল রাখার প্রস্তাব করেন। সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে করতালির মাধ্যমে প্রস্তাবটি গৃহীত হয়।

উপস্থিত ছিলেন অপর দুই নির্বাচন কমিশনার মো. বোরহান উদ্দিন প্রধান ও হাফেজ মো. মোহসিন।

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনবিআরের সহকারী কমিশনার এএনএম শামিম হাসানসহ চাঁদপুর জেলার আট উপজেলার শতাধিক গণ্যমান্য ব্যক্তি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়