প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ২০:২২
মতলবে অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি করায় জেল ও জরিমানা

মতলব পৌরসভার সদরে অতিরিক্ত দামে সিলিন্ডার গ্যাস বিক্রি করায় এক ব্যবসায়ীকে সাত দিনের জেল ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৮ জানুয়ারি ২০২৬) বিকেলে এ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুনতাহিনা পৃথুলা।
|আরো খবর
দণ্ডপ্রাপ্ত ওই ব্যবসায়ী হলেন : মতলব কলেজ রোডের জননী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ হোসেন। গত এক সপ্তাহ পূর্বেও অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রির দায়ে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছিলো।
একাধিক গ্রাহক জানান, আবাসিক ও বাণিজ্যিকভাবে বোতলজাত এলপি গ্যাসের প্রতিটি সিলিন্ডারের দাম পরিমাপ অনুসারে অতিরিক্ত দামে বিক্রয় করে আসছেন কিছু অসাধু ব্যবসায়ী। এতে ভোক্তা পর্যায়ে অসন্তোষ বিরাজ করছে।মতলব বাজারের এক গ্রাহক জননী এন্টারপ্রাইজে সিলিন্ডার গ্যাস ক্রয় করতে গেলে কোনো সিলিন্ডার নেই বলে জানানো হয়। পরবর্তীতে একজন রিকশা চালকের মাধ্যমে ওই দোকান থেকে ১ হাজার ৮শ' ৫০ টাকা মূল্যে সিলিন্ডার গ্যাস ক্রয় করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা জানান, ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত দামে বোতলজাত এলপি গ্যাস বিক্রির বিষয়ে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় মতলব বাজারের ওই ব্যবসায়ীকে জেল ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








