প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ১৮:১৮
আলুর বীজ ১২ হাজারে কিনে ২৪ হাজারে বিক্রি : জরিমানা ২০ হাজার
আলুর বীজ ১২ হাজার টাকায় কিনে চাঁদপুর পৌর এলাকার বাবুরহাটে ২৪ হাজার টাকায় মাহবুব বীজ ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তরের আভিযানিক দল।
৩০ নভেম্বর শনিবার সন্ধ্যায় এ অভিযানের তথ্য জানান জেলা ভোক্তা কর্মকর্তা নূর হোসেন রুবেল। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি আসাদুজ্জামান সরকার।
তিনি জানান, মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় শেফা ফার্মেসিকে ২ হাজার, মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় সবুজ বীজ ভাণ্ডারকে ৪ হাজার এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রির অপরাধে মাহবুব বীজ ভাণ্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সর্বমোট ৩ টি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে জেলা ভোক্তা কর্মকর্তা নূর হোসেন রুবেল বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযানে গিয়ে বাবুরহাটে ১২ হাজার টাকার বীজ ২৪ হাজার টাকা বিক্রি করার অভিযোগের সত্যতা পাই। পরে অভিযুক্ত প্রতিষ্ঠানকে সদর মডেল থানা পুলিশের সহায়তায় অভিযানে জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।