শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৫৯

মতলব উত্তরে ৮শ’ পিচ ইয়াবাসহ আটক ১

মাহবুব আলম লাভলু
মতলব উত্তরে  ৮শ’ পিচ ইয়াবাসহ আটক ১

মতলব উত্তর উপজেলায় ৮শ’ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ লিটন সিকদার (৩৮) আটক করেছে পুলিশ। মতলব উত্তর থানা পুলিশ অভিযান পরিচালনা করে ১৪ ফেব্রুয়ারি ভোরে সাদুল্যাপুর ইউপির নতুন হাপানিয়া সংলগ্ন বদরপুর, ৪নং ওয়ার্ড, ফিরোজ সিকদারের টিনশেড বিল্ডিংয়ের ভেতর হতে তাকে আটক করে।

থানা সূত্রে জানা যায়, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে ও তদারকিতে কর্মরত এসআই মোঃ রমিজ উদ্দিন, এএসআই মোজাম্মেল হক, এএসআই আতিকুর রহমান মিয়াজী ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালানা করে সাদুল্যাপুর ইউপির ফিরোজ সিকদারের টিনশেড বিল্ডিংয়ের ভেতর হতে মাদক ব্যবসায়ী মোঃ লিটন সিকদারকে আটক করে। তার পিতা ফিরোজ সিকদার ওরফে ফিরোজ কসাই, ঠিকানা : আব্দুল্লাহপুর (সিকদার বাড়ি, ১নং ওয়ার্ড, বাউশিয়া ইউপি), উপজেলাা-গজারিয়া, জেলা-মুন্সিগঞ্জ, বর্তমান ঠিকানা : গ্রাম-সাদুল্যাপুর, মতলব উত্তর। ধৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন জানান, মাদক ব্যবসায়ী ও সেবনকারীর বিরুদ্ধে জিরো টলারেন্স অবলম্বন করা হবে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়