শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০৯

চাঁদপুর পাসপোর্ট অফিসের অফিস সহকারীসহ দালাল আটক

চাঁদপুর পাসপোর্ট  অফিসের অফিস সহকারীসহ দালাল আটক
সোহাঈদ খান জিয়া

থেমে নেই চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের দুর্নীতি দিনের পর দিন ভোগান্তির শিকার হয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে পাসপোর্ট গ্রহীতারা। বহিরাগত দালালদের সমন্বয়ে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা দিনের পর দিন এই দুর্নীতি করেই যাচ্ছে।

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে মহসীন নামের এক দালালকে আটক করেছে। তার দেয়া তথ্য মতে চাঁদপুর পাসপোর্ট অফিসের অফিস সহকারী আমিনুল ইসলামকে প্রায় লক্ষাধিক নগদ টাকা ও অনেকগুলো বইসহ আটক করা হয়।

পাসপোর্ট অফিসের অফিস সহকারী আমিনুল ইসলামকে আটক করার পর বুধবার তাকে ছাড়িয়ে নিতে অন্য অসাধু কর্মকর্তাদের বিভিন্ন মাধ্যম থেকে তদবির করতে দেখা যায়। জানা যায়, সরকারি এলার ফান্ডের নামে চাঁদপুর পাসপোর্ট অফিসে টাকা জমা নেওয়া হয়। চাঁদপুর পাসপোর্ট অফিসের আমিনুল সেই টাকা দালালদের মাধ্যমে সংগ্রহ করে থাকেন।

মঙ্গলবার রাতে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে মহসিন নামের এক দালালকে আটক করে। পরে মহসিনের দেওয়া তথ্য মতে চাঁদপুর পাসপোর্ট অফিসের অফিস সহকারী আমিনুল ইসলামকে নগদ টাকা ও অনেকগুলো বইসহ আটক করে ডিবি অফিসে নিয়ে আসে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়