প্রকাশ : ২০ নভেম্বর ২০২১, ০৩:৩৯
কমলা হ্যারিসঃ মার্কিন প্রেসিডেন্টের দায়িত্বে
২৫০ বছরে প্রথমাবারের মতো কোনো নারী মার্কিন প্রেসিডেন্টের ভূমিকা পালন করতে চলছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য চিকিৎসকের শরণাপন্ন হতে হচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেনকে। এতে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রের দায়িত্ব পড়ছে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের কাঁধে। শুক্রবার সাংবাদিকদের এমনটাই জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি।
|আরো খবর
স্থানীয় সময় শুক্রবার সকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতালে যাবেন। সেখানে কোলনস্কোপিও করা হবে। কোলনস্কোপির জন্য বাইডেনকে অচেতন করা হবে বলেও জানায় হোয়াইট হাউস। বাইডেন নিয়মিত কোলন পরীক্ষার অংশ হিসেবে এ্যানেস্থেসিয়ার অধীনে থাকবেন। এতেই পদাধিকার বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। খবরে বলা হয়েছে, স্বাস্থ্য পরীক্ষা শেষে এদিনই দায়িত্বে ফিরবেন জো বাইডেন। এর ফলে যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের ইতিহাসে প্রথম নারী হিসেবে প্রেসিডেন্টের চেয়ারে বসতে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস।
খবর সিএনএন ও এএফপির