প্রকাশ : ৩১ অক্টোবর ২০২১, ১০:২৯
আজ ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৩৯তম প্রয়াণ দিবস
আজ ভারতরত্ন, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৩৯তম প্রয়াণ দিবস। ১৯৮৪ সালের ৩১ অক্টোবর ভারতের অখন্ডতা, সার্বভৌমত্ব ও সংহতি রক্ষার জন্য তিনি শহীদ হয়েছিলেন। ১৯৭১ সালে বাংলাদেশের অভ্যুদয়ের ক্ষেত্রে তিনি ধাত্রীর ভূমিকা পালন করেছিলেন। পাকিস্তানের ৯৩ হাজার সৈন্য ভারতীয় সেনাবাহিনী ও মুক্তিবাহিনীর যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। পাকিস্তানের পক্ষে ছিল সম্প্রসারনবাদী চিন ও সাম্রাজ্যবাদী আমেরিকা। ভারতের পক্ষে দাঁড়িয়েছিল সেই সময়ের সোভিয়েত ইউনিয়ন। এই লজ্জাজনক পরাজয় মেনে নিতে পারে নি পাকিস্তান ও তাদের অভিভাবকরা। ভারত থেকে পাঞ্জাব'কে বিচ্ছিন্ন করার অপচেষ্টায় লিপ্ত হয় বিচ্ছিন্নতাবাদী শক্তি। অপারেশন ব্লু স্টার-এর মাধ্যমে সেই অপচেষ্টা ব্যর্থ করে দেন ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী। বিচ্ছিন্নতাবাদী শক্তি তাদের ব্যর্থতার কারণে ক্ষিপ্ত হয়ে ইন্দিরা গান্ধীকে হত্যা করে।