মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০০:০০

দক্ষিণ বালিয়ায় মাদ্রাসা ও এতিমখানার নামে চাল আত্মসাতের সংবাদ প্রকাশের পর তড়িঘড়ি মাদ্রাসা ও এতিমখানা দেখানোর চেষ্টা

সোহাঈদ খান জিয়া ॥
দক্ষিণ বালিয়ায় মাদ্রাসা ও এতিমখানার নামে চাল আত্মসাতের সংবাদ প্রকাশের পর তড়িঘড়ি মাদ্রাসা ও এতিমখানা দেখানোর চেষ্টা

চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে দক্ষিণ বালিয়া গ্রামে মাদ্রাসা ও এতিমখানার নামে সরকারি চাল তুলে আত্মসাতের সংবাদ পত্রিকায় প্রকাশের পর এখন ভিন্ন প্রক্রিয়ায় প্রতারণা করছে প্রতারক। তড়িঘড়ি একটি টিনশেড ঘর তুলে সেটিকেই মাদ্রাসা ও এতিমখানা দেখানোর পাঁয়তারা করছে। শুধু পালা দিয়ে উপরে টিনের চালা দিয়ে কোনো রকম দাঁড় করানো একটি ঘরকেই বলা হচ্ছে মাদ্রাসা ও এতিমখানা। অথচ এর চারপাশ খোলা। ফাতেমাতুজ জোহরা মহিলা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা নামে অস্তিত্বহীন প্রতিষ্ঠানের ভুয়া কাগজপত্র দেখিয়ে সরকারি চাল উত্তোলন করে আত্মসাৎ করেন জাকির হোসেন জয়নাল পাটোয়ারী। এ নিয়ে গত শুক্রবার চাঁদপুর কণ্ঠ পত্রিকাসহ স্থানীয় কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

সংবাদ প্রকাশের পর চতুর জাকির হোসেন জয়নাল পাটোয়ারী টিন দিয়ে ছোট্ট একটি ঘর তুলেন। সেটির চারপাশ খোলা। সেখানে একটি ব্যানার টানিয়ে দিয়েছেন, যেখানে লেখা রয়েছে-‘ভর্তি চলছে’। অথচ টিনশেড ঘরটির এখনো নির্মাণ কাজ শেষ হয়নি। গতকাল রোববার দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায়, একটি ছোট্ট টিনশেড ঘর নির্মাণ করা হচ্ছে। সেখানে ‘ভর্তি চলছে’ লেখা ব্যানার নিজেই টানিয়ে দিয়েছেন ভুয়া কাগজপত্র তৈরি করে সরকারি চাল উত্তোলনকারী জাকির হোসেন জয়নাল পাটোয়ারী।

এ ব্যাপারে জাকির হোসেন জয়নাল পাটোয়ারী বলেন, আমাদের মাদ্রাসার কাজ চলছে। ভর্তি চলছে ব্যানার টানিয়ে দিয়েছি।

এ ব্যাপারে সাবেক ইউপি সদস্য মোতালেব ও জাহাঙ্গীর খান বলেন, আমাদের এলাকায় ফাতেমাতুজ জোহরা মহিলা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা নামে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নেই। কেউ যদি দাবি করে থাকেন, তাহলে সেটা ভুল। জাকির হোসেন জয়নাল পাটোয়ারী সরকারি চাল প্রতারণা করে উত্তোলন করেন। গতকাল টিন দিয়ে ঘর তোলে ব্যানার টানিয়েছে। সরকারি চালের টাকা সে আত্মসাৎ করে হজম করতে পারবে না।

এ ব্যাপারে ১২নং চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী বলেন, দক্ষিণ বালিয়া গ্রামে ফাতেমাতুজ জোহরা মহিলা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা নামে কেনো প্রতিষ্ঠান নেই। জাকির হোসেন নতুন করে ছোট্ট টিনশেড ঘর উত্তোলন করতেছেন। এমনকি মাদ্রাসায় ভর্তি চলছে ব্যানার টানিয়ে দিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়