প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০০:০০
মতলবে বিদেশি পিস্তলসহ যুবক আটক
মতলব উত্তর থানা পুলিশ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ রমজান সওদাগর (২৮) নামে যুবককে আটক করেছে। ৭ জুলাই রোববার বিকেলে আটক যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর পুলিশ তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করে।
আটক রমজান সওদাগর সাদুল্ল্যাপুর ইউনিয়নের বেলতলী সওদাগর বাড়ির বারেক সওদাগরের ছেলে।
স্থানীয়রা জানান, ৬ জুলাই শনিবার গভীর রাতে লোকজন মতলব উত্তর উপজেলার পাশর্^বর্তী গুয়াগাছিয়া বালুয়াকান্দি গ্রামের রমজান সওদাগরকে আটক করে মতলব উত্তর থানার পুলিশকে খবর দেয়। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সানোয়ার হোসেন, উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও রমিজ উদ্দিন ঘটনাস্থলে গিয়ে রমজান সওদাগরকে জিজ্ঞাসাবাদ করলে তার দেয়া তথ্যের ভিত্তিতে নিজ বসতঘর থেকে একটি বিদেশী পিস্তল, ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলিসহ জব্দ করে তাকে আটক করে থানায় নিয়ে যান।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত (ওসি) মোঃ আলমগীর হোসেন রনি বলেন, আটক আসামি রমজান সওদাগরের দেয়া তথ্যের ভিত্তিতে নিজ বসতঘর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। আজ তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।